চেন্নাইয়ে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার উত্তরপ্রদেশে! আশ্চর্য ঘটনায় হতবাক বীরভূম

বছরখানেক আগে বেশি রোজগারের তাগিদে বীরভূমের পারুইয়ের এক যুবক চেন্নাই পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এরপর আচমকা রবিবার ওই যুবকের পরিবারের সদস্যরা জানতে পারেন, যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে উত্তরপ্রদেশের কানপুরে। হিসেব অনুযায়ী ওই যুবক যদি চেন্নাইয়েই কাজ করতে গিয়েছিলেন তাহলে তার মৃতদেহ কিভাবে ২০০০ কিলোমিটার দূরে পাওয়া গেল তা নিয়েই প্রশ্ন উঠছে!

বীরভূমের পারুই থানার অন্তর্গত দামোদর পুর গ্রামের প্রতীক হেমরম চেন্নাইয়ে কাজ করতে যাওয়ার কথা বলে বছর খানেক আগে রওনা দিয়েছিলেন। সেখানে একটি কাজে নিযুক্ত হয়েছিলেন বলেই দাবি পরিবারের সদস্যদের। তবে পরবর্তীতে তিনি ব্যাঙ্গালোরে সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত হয়েছিলেন বেশি বেতনের কারণে। পরে আবার তিনি বেশি বেতনের কাজে চেন্নাইয়ে ফিরে আসেন।

আরও পড়ুন: কালী প্রতিমা নিরঞ্জনে দুর্ঘটনা! আহত সিউড়ির ২ মহিলা পুলিশ কর্মী

কিন্তু এসবের মধ্যেই হঠাৎ উত্তরপ্রদেশের কানপুরের এক রেল লাইনের ধার থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। চেন্নাইয়ে থাকার কথা যে যুবকের সেই যুবকের মৃতদেহ কিভাবে উত্তরপ্রদেশে পৌঁছে গেল তা নিয়ে সংশয় প্রকাশ করছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি এই ঘটনার পিছনে বড় কোন ষড়যন্ত্র রয়েছে।