বাংলা আবাস যোজনায় পাওয়া টাকার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে ভালো বাড়ি করার স্বপ্ন দেখেছিলেন নানুরের ১৮ বছর বয়সী এক যুবক। আর সেই স্বপ্নকে সাকার করতেই পরিযায়ী শ্রমিক হিসাবে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। কিন্তু স্বপ্ন সাকার হওয়া তো দূরের কথা, নিজের প্রাণটাই চলে গেল। আর এই ঘটনায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
বীরভূমের নানুরের বড়া গ্রামের ১৮ বছর বয়সী দুধকুমার বাগদি নিজের স্বপ্ন শাকার করার জন্য রাজমিস্ত্রির কাজে যোগ দিতে যাচ্ছিলেন ব্যাঙ্গালোর। আর ওই যুবক ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান।
ঘটনার পরিপ্রেক্ষিতে কাজল শেখ দাবি করেছেন, বাংলার পরিচারী শ্রমিকদের সঙ্গে এই ধরনের যত ঘটনা ঘটছে সবই ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। তাদের সঙ্গে এমন ঘটনা ঘটছে কেবলমাত্র তারা বাঙালি আর মমতা ব্যানার্জির রাজ্যের বাসিন্দা বলেই।
