ফের ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ গেল বীরভূমের পরিযায়ী শ্রমিকের! বিজেপিকে দায়ী করলেন কাজল শেখ

দিন কয়েকের মধ্যে একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটতে দেখা গিয়েছে ভিন রাজ্যে। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন বীরভূমের। আর এই সমস্ত ঘটনার জন্য বিজেপিকে দায়ী করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ। তার অভিযোগ, কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যই বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর এইভাবে চক্রান্ত করে মেরে ফেলা হচ্ছে।

বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত বাহিরি গ্রামের পরিযায়ী শ্রমিক অসীম দাস, যার বয়স ৩২ বছর, তিনি অসুস্থ হয়ে গত রবিবার চেন্নাইয়ের হাসপাতালে মারা যান। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে মৃত ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনার মতো সামর্থ্য ছিল না। এমন পরিস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পাশে দাঁড়ান এবং সমস্ত কিছু বন্দোবস্ত করেন।

আরও পড়ুনঃপ্রেমিকের হাতে নিজের স্ত্রীকে তুলে দিলেন স্বামী! ভেঙে দিলেন ৯ বছরের বিবাহবন্ধন

মৃতদেহ গ্রামে এলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, তবে কাজল শেখ সর্বোত্তভাবে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এরই সঙ্গে সঙ্গে এসআইআর ও বিজেপিকে নিয়ে ক্ষোভ উপড়ে দিয়েছেন।