রেলগেট যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে সিউড়ি! জোড়া আরওবি উদ্বোধনের অপেক্ষা

রেল পরিষেবা যেমন ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাহিদা সম্পন্ন একটি পরিষেবা, ঠিক সেই রকমই আবার এই রেল পরিষেবার জন্য রেলগেট অনেকের কাছেই নরকযন্ত্রণা। যেসকল মানুষেরা প্রতিনিয়ত রেল ক্রসিং দিয়ে যাতায়াত করে থাকেন এবং প্রয়োজনের সময় রেলগেট পড়ে থাকতে দেখেন তারা এই সমস্যা হাড়ে হাড়ে টের পান। ঠিক সেই রকমই এমন বড় সমস্যা রয়েছে বীরভূমের সিউড়িতে।

সিউড়ির সবচেয়ে বড় সমস্যার রেলগেটটি হল হাটজান বাজার রেলগেট। অন্যদিকে একইভাবে সিউড়ির পাশেই থাকা ১৪ নম্বর জাতীয় সড়কের উপরও রয়েছে আরেকটি রেল ক্রসিং। যেখানেও রেলগেট পড়লে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়। তবে এবার এই দুটি ক্ষেত্রেই মুক্তি পেতে চলেছেন সিউড়ি এবং সিউড়ির উপর দিয়ে যাতায়াতকারী মানুষেরা। কেননা দুই জায়গাতেই এবার রেলওভার ব্রিজের উদ্বোধন হতে চলেছে খুব তাড়াতাড়ি।

আরও পড়ুনঃ Civic Volunteer: ফুটবল খেলার আমন্ত্রণপত্রে সিভিক ভলেন্টিয়ার হয়ে গেলেন গ্রাম পঞ্চায়েত মেম্বার! চরম বিতর্ক বীরভূমে

সিউড়ির হাটজান বাজার রেল ওভারব্রিজের গার্ডার ইতিমধ্যেই বসে গিয়েছে। বাকি যে সকল কাজ রয়েছে সেগুলি এখন তাড়াতাড়ি শেষ করার প্রক্রিয়া চলছে এবং খুব তাড়াতাড়ি এই রেল ওভার ব্রিজের উদ্বোধন হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।

অন্যদিকে ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর আবদারপুর এর কাছে থাকা রেল ক্রসিংয়ের রেল ওভারব্রিজের কাজও অনেকটাই শেষের দিকে। তবে সেখানে এখনো পর্যন্ত গার্ডার বসানো হয়নি এবং আরো অনেকটাই কাজ বাকি রয়েছে। আশা করা হচ্ছে এই সকল কাজও খুব দ্রুততার সঙ্গে শেষ করে রেল ওভারব্রিজটির উদ্বোধন করে দেওয়া হবে। যেভাবে দ্রুততার সঙ্গে কাজ চলছে তাতে খুব বেশিদিন সময় লাগবে না এমনটাও আশা করা হচ্ছে।