SIR-এর কাজের চাপ নিয়ে যখন চারদিকে শোরগোল, তখনই অভূতপূর্ব কাজ করে দেখালেন বীরভূমের BLO

রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই একের পর এক বিতর্ক ঘটনা সামনে আসতে দেখা যাচ্ছে। কোথাও এসআইআর আতঙ্কে সাধারণ মানুষদের কঠিন পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে, আবার কোথাও এসআইআর এর কাজের চাপ সামলাতে না পেরে বিএলওরা কঠিন পদক্ষেপ নিচ্ছেন বলে দাবি তোলা হচ্ছে। রাজ্য যখন এসআইআর নিয়ে শোরগোল ঠিক সেই সময়ই বীরভূমের এক বিএলও অভূতপূর্বক কাজ করে দেখালেন। তিনি মাত্র ১৭ দিনের মাথায় একপ্রকার পুরো কাজ সম্পন্ন করে ফেলেছেন।

মাত্র ১৭ দিনের মাথায় এমন অভূতপূর্বক কাজ করে দেখানো বিএলও হলেন লাভপুর বিধানসভার অন্তর্গত বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের ১৬৬ নম্বর বুথের বিএলও পূজা ঘোষ। তার এমন কাজ দেখে স্বাভাবিকভাবেই অবাক সকলে, প্রশ্ন উঠছে কিভাবে তিনি মাত্র সতের দিনের মাথায় একপ্রকার সমস্ত কাজ ছেড়ে ফেললেন?

আরও পড়ুনঃ বিস্ফোরণে উড়ে গেল খুদের ডান হাতের আঙ্গুল! চকলেট পটকা নাকি অন্যকিছু, দাবি বিভিন্ন

যা জানা যাচ্ছে তাতে ওই বুথে মোট ভোটার সংখ্যা ১০১৭, যার মধ্যে ১০১৪ জন ভোটারের ডেটা এন্ট্রি ইতোমধ্যেই তিনি সম্পন্ন করে ফেলেছেন। প্রযুক্তিগত কারণে তিনজনের ডেটা এন্ট্রি করা এখনো সম্ভব হয়নি, যদি প্রযুক্তিগত ত্রুটি না থাকতো তাহলেও সেই কাজ তিনি সম্পন্ন করে দিতে পারতেন বলেই জানিয়েছেন।