সিসি ক্যামেরায় মোড়া অফিসে চুরি করতে এসে কয়েক ঘণ্টাতেই ধরা পড়লেন চোর। ল্যাপটপ চুরি করতে এসেছিলেন ওই চোর। টার্গেট অনুযায়ী দিব্যি অফিসের ভিতরে ঢুকে ল্যাপটপ নিয়ে চলেও যায় সে। তবে ওই চোরের সমস্ত কীর্তি সিসিটিভি ক্যামেরা বন্দী হতেই পুলিশ সহজেই অভিযুক্তকে ধরে ফেলতে সক্ষম হয়।
দুবরাজপুরের একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার অফিস থেকে ল্যাপটপ চুরি করে নিয়ে যাওয়ার এমন ঘটনাটি ঘটে। ঘটনার পর সংস্থার তরফ থেকে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তে নামে এবং সঙ্গে সঙ্গেই চুরি যাওয়া ওই ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়। শুধু চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করা নয়, পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত আব্দুল জসিমকেও গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর অভিযুক্তকে সোমবার দুবরাজপুর আদালতে তোলে পুলিশ।
আরও পড়ুনঃ কাজে এলো না অনুব্রতর বার্তা! দুবরাজপুরে কাজল শেখের মঞ্চে বঞ্চিত তৃণমূলের একাংশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আব্দুল জসিমের বাড়ি সদাইপুর থানার অন্তর্গত সাহাপুর গ্রামে। পুলিশ চুরির অভিযোগ পাওয়ার পরই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং তড়িঘড়ি তাকে গ্রেপ্তার ও চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করে।
