চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করার উপায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে দেশের প্রতিটি নাগরিকের কাছে স্মার্টফোন খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য জিনিসে পরিণত হয়েছে। তবে দরকারি এই জিনিসটির ক্ষেত্রে হামেশাই হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে চলেছে। আর এই পরিস্থিতিতে তড়িঘড়ি নতুন স্মার্টফোন কিনতে হয়।

Advertisements

Advertisements

তবে চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়া স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করা যায় সহজ পদ্ধতিতে। কতকগুলি পদ্ধতি অনুসরণ করলেই এই হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করা সম্ভব। সে ক্ষেত্রে যদি স্মার্টফোনের সুইচ অফ থাকে অথবা ইন্টারনেট অফ থাকে সে ক্ষেত্রেও লোকেশন ট্র্যাক করা সম্ভব।

Advertisements

হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া স্মার্ট ফোনের ইন্টারনেট বন্ধ থাকলেও লোকেশন ট্র্যাক করার জন্য রয়েছে অনেক ধরনের ম্যাপিং অ্যাপ। এগুলির মাধ্যমে লোকেশন ট্র্যাক করা সম্ভব।

এছাড়াও স্মার্টফোনের মধ্যে রয়েছে জিপিএস। ফলে যখন ফোনটির ডেটা কানেকশন অন থাকে অথবা ওয়াইফাই-এর সাথে সংযুক্ত থাকে তখন এই ফোনটি নিকটবর্তী টাওয়ার লোকেশন শনাক্ত করে। আর এর মাধ্যমেই লোকেশন ট্র্যাক করা সম্ভব।

গুগল ম্যাপের সাহায্যে হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করার জন্য ‘Find My Device’ অ্যাপটি ইনস্টল করতে হবে। তারপর অপশন অন করে রাখতে হবে। সেখানে একটি ইমেল আইডি দিয়ে লগইন রাখতে হবে।

এখন যদি কোন দিন বা কোন সময় আপনার স্মার্টফোনটি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে অন্য একটি স্মার্টফোনে ওই অ্যাপটি ইনস্টল করতে হবে এবং ওই একই ইমেল আইডি দিয়ে লগইন করতে হবে। তারপর গুগল ম্যাপে গিয়ে ‘YOUR TIMELINE’ অপশন বেছে নিতে হবে। এরপর যে তারিখে আপনার ফোন হারিয়েছিল অথবা চুরি হয়েছিল সেই তারিখ দিয়ে জানতে পারবেন আপনার ফোনটির লোকেশন।

পাশাপাশি বর্তমানে চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়া স্মার্টফোন গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কেউ যদি তা ফেরত পেতে চান তাকে অবশ্যই নিকটবর্তী থানায় অভিযোগ জানাতে হবে। বর্তমানে এমন হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া হাজার হাজার স্মার্টফোন ফিরিয়ে দেওয়ার নজির রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের।

Advertisements