ওমনি ভ্যানে ২২, ইকোতে ২৬! পুলকারের বেনিয়ম নিয়ে বড় পদক্ষেপ প্রশাসন-কর্তৃপক্ষের

ওমনি ভ্যানে ২২, ইকোতে ২৬! পড়ুয়াদের এই ভাবেই গাড়িতে যাতায়াতের বিষয়টি দিন কয়েক আগে সামনে আসে দুবরাজপুরে। যে ঘটনার পর দুবরাজপুরের ট্রাফিক পুলিশ বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। আর তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একটি আলোচনা হয়।

যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি দুবরাজপুর নাগরিক সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদাধিকারী গণ, উপস্থিত ছিলেন দুবরাজপুর ট্রাফিক ওসি। সেখানেই সমস্ত অভিভাবক ও ভ্যানচালকদের নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ কাঞ্চনজঙ্ঘা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পর পর দুদিন ছুটবে আহমেদপুর কাটোয়া রুটে, বড় দাবি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের

আলোচনায় উঠে আছে সেফটি ফাস্ট এডুকেশন মাস্ট! আর এরই পরিপ্রেক্ষিতে সমস্ত ভ্যানচালকদের গাড়ির কাগজপত্র অবিলম্বে ঠিক করার পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য নথি ঠিক করার কথা বলা হয়। এছাড়াও যেভাবে যাতায়াত করা হচ্ছিল সেই ভাবে অর্থাৎ একসঙ্গে এত পড়ুয়াদের গাড়িতে বহন করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।