শুধু লাইটের ভাড়া দিলেই মিলবে স্টল! এবারের পৌষ মেলায় মস্ত বড় সুযোগ পাবেন এই সকল ব্যবসায়ীরা

হাতে মাত্র আর কয়েকটা দিন আর তারপরেই শুরু হবে চলতি বছরের পৌষ মেলা। পৌষ মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষ একের পর এক নতুন নতুন পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। বলা যেতে পারে এবারের পৌষ মেলার প্রস্তুতি বেশ জমজমাট।

পৌষ মেলাতে ঘিরে ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠক হয়ে গিয়েছে। আর এবার বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হলো বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকদের। যেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন বীরভূম জেলাশাসক ও বীরভূম জেলা পুলিশ সুপার।

আরও পড়ুনঃ শুরু হলো দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের অভেদানন্দ মেলা, যে মেলায় জড়িয়ে রয়েছে মানুষের কত শত আবেগ

বৈঠক শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনিক ভাবে সমস্ত রকম সহযোগিতা করা হবে। আর এরই সঙ্গে সঙ্গে তিনি জানান যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত তারা পৌষ মেলায় স্টল দিতে চাইলে সম্পূর্ণ বিনামূল্যে জায়গা পাবে। তাদের দিতে হবে কেবলমাত্র লাইনের বিল। অর্থাৎ এই সকল ব্যবসায়ীদের কাছে এবারের পৌষ মেলায় মস্ত বড় সুযোগ থাকছে স্টল দিয়ে ব্যবসা করার।