আজ, শনিবার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে হাজার হাজার ভক্ত হাজার হাজার টাকার টিকিট বুক এসেছিলেন। কিন্তু আশা পূরণ হল না। মেসির ঝলক দেখতে না পেয়ে রীতিমতো ক্ষেপে ওঠেন তাঁরা। আর তারপরেই শুরু হয় ভাংচুর। আর পরিস্থিতি দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সাথে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল। দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
আরও পড়ুনঃ শুধু লাইটের ভাড়া দিলেই মিলবে স্টল! এবারের পৌষ মেলায় মস্ত বড় সুযোগ পাবেন এই সকল ব্যবসায়ীরা
এর পাশাপাশি তিনি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়েছেন, তিনি জানিয়েছেন, “আমি বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।”
