নিজস্ব প্রতিবেদন : ‘ঘুরিয়ে নাক দেখাচ্ছে টেলিকম সংস্থাগুলি’। অন্ততপক্ষে সাধারণ গ্রাহকদের এমনটাই অভিযোগ। অভিযোগ কেনইবা থাকবে না, দিন দিন যেভাবে ঘুরপথে মোবাইল খরচ বাড়ানো হচ্ছে তাতে স্বাভাবিক ভাবেই গ্রাহকদের মাথায় হাত পড়তে শুরু করেছে। আর এই ঘটনায় অন্যান্য টেলিকম সংস্থাগুলির মত দেশের রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা BSNL-ও ঘুরপথে অনেকটাই গ্রাহকদের খরচ বাড়িয়ে দিলো।
এর আগেই আমরা জেনেছি এই টেলিকম সংস্থার ছয়টি ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে ভ্যালিডিটির মেয়াদ আগের তুলনায় কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই পদক্ষেপ মতোই এবার BSNL লম্বা ভ্যালিডিটি রিচার্জের ক্ষেত্রেও অনেকটা কমিয়ে দিল দিন সংখ্যা।
BSNL-এর জনপ্রিয় একটি রিচার্জ প্ল্যান ছিল ৩৬৫ টাকার। কিন্তু পরে সেই রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি করে করা হয় ৩৯৭ টাকা। দাম বাড়লেও অফার এবং ভ্যালিডিটির দিন সংখ্যা একই রাখা হয়েছিল। তবে এবার সেই জায়গাতে কোপ দিলো সংস্থা। সংস্থার তরফ থেকে সম্প্রতি এই ৩৯৭ টাকা রিচার্জের ভ্যালিডিটির মেয়াদ অনেকটাই কমিয়ে দেওয়া হল।
বর্তমানে ৩৯৭ টাকা রিচার্জ করলে BSNL গ্রাহকরা ৩৬৫ দিনের ভ্যালিডিটি পরিবর্তে পাবেন ৩০০ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ এক ধাক্কায় দুই মাসের বেশি ভ্যালিডিটি কমিয়ে দিল সংস্থা। প্রথমে খরচ এবং পরে ভ্যালিডিটি কমিয়ে দেওয়ার মতো পদক্ষেপে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়তে শুরু করেছে গ্রাহকদের।
বর্তমানে এই ৩৯৭ টাকা রিচার্জের সাথে ৩০০ দিনের ভ্যালিডিটির পাশাপাশি BSNL গ্রাহকরা পাবেন প্রথম ৬০ দিনের জন্য যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ২ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস, বিনামূল্যে কলার টিউন।