বীরভূমের দুবরাজপুর শহরের ভিতর দিয়ে 14 নম্বর জাতীয় সড়ক যাওয়ার কারণে হামেশাই যানজট সমস্যা লেগে থাকে। গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ে যানজটে আটকে বহু পথচারীদের সমস্যায়, সমস্যায় পড়তে হয় শহরবাসীদের। আর এমন পরিস্থিতিতে রবিবার দেখা গেল বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহাকে রীতিমতো রাস্তায় নেমে যানজট মুক্ত করতে, পাশাপাশি তিনি এমন যানজটের কারণ হিসাবে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
রবিবার দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে সিউড়ি আসছিলেন। সিউড়ির বিজেপির দলীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে যোগদান করার জন্য। এমন সময় তিনি দুবরাজপুর আদালতের কাছে বেশ কিছুক্ষণের জন্য যানজটে আটকে পড়েন।
আরও পড়ুনঃ SIR: এসআইআর এ বীরভূমে কোনও প্রভাব পড়বে না বললেন অনুব্রত মণ্ডল
অনুপ কুমার সাহা যানজটে আটকে পড়ার পরই তিনি সটান গাড়ি থেকে নেমে পড়েন এবং যানজট মুক্ত করতে রীতিমত ট্রাফিক পুলিশের মত ভূমিকা পালন করেন। শহরের ওই রাস্তা যানজট মুক্ত হওয়ার পর তিনি গন্তব্যের দিকে রওনা দেন। এর পাশাপাশি তিনি এমন যানজট থেকে এলাকার বাসিন্দাদের মুক্তি দেওয়ার জন্য চার লেনের বাইপাস তৈরি হবে বলে জানান।
