আর মাত্র কয়েক ঘণ্টা তারপরেই শুরু হবে চলতি বছরের পৌষ মেলা। বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা ঘিরে চলতি বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট আগাম বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই সকল পদক্ষেপ এবার মেলাকে আলাদা জায়গায় পৌঁছে দেবে বলেই আশা করা হচ্ছে।
মেলায় পুলিশ প্রশাসনের তরফেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আড়াই হাজার পুলিশ কর্মী পৌষমেলার নিরাপত্তার দায়িত্বে থাকবেন৷ এর মধ্যে থাকছে মহিলা পুলিশ ও র্যাফ, বিশেষ উদ্ধারকারী দল৷ ইভটিজিং ও কেপমারি রুখতে সাদা পোশাকের পুলিশ, অ্যান্টি ক্রাইম টিম৷ যানজট ঠেকাতে পর্যাপ্ত পরিমাণে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করার পাশাপাশি থাকবে, স্থায়ী অস্থায়ী মিলে ৫০০ টি সিসি ক্যামেরা। এছাড়াও উন্নত মানের পাঁচটি ড্রোন নজরদারি চালাবে সব সময়।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে যানজট মুক্ত করতে রাস্তায় বিজেপি বিধায়ক! প্রশ্ন তুললেন ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে
পুরো মেলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটি পুলিশ কন্ট্রোল রুম থাকছে৷ যার তত্ত্বাবধানে প্রায় ৩৬টি পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে মাঠ ও প্রবেশ পথে৷ থাকচর 10টি ওয়াচ টাওয়ার৷ সর্বক্ষণ সেখান থেকে বাইনোকুলারের মাধ্যমে নজর রাখবেন পুলিশ কর্মীরা৷ থাকছে কুইক রেসপন্স টিম ও বাইক পুলিশ৷ পৌষমেলায় প্রবেশের জন্য আটটি ড্রপ গেট বসানো হয়েছে ৷
চাইল্ড ফ্রেন্ডলি কর্নার তৈরি করা হয়েছে মেলা প্রাঙ্গণে৷ এর পাশাপাশি যাতে মেলায় আগত কোনও শিশু খোয়া না-যায় ও খোয়া গেলেও দ্রুত খুঁজে পাওয়া যায় তার জন্য তাদের গলায় অভিভাবকের ফোন নম্বর-সহ একটি করে কার্ড ঝুলিয়ে দেওয়া হবে৷ বয়স্কদের জন্য পুলিশের তরফে থাকবে টোটো পরিষেবা৷ থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবাও৷
