পৌষ মেলা শেষ হতেই তুমুল অশান্তি শান্তিনিকেতনে! কালপ্রিট পার্কিং

পৌষ মেলা শেষ হয়েছে রবিবার, পৌষ মেলা যাতে সুষ্ঠুভাবে মেটে তার জন্য প্রথম থেকেই প্রশাসনের তরফে একের পর এক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আর সেই মতো এবার বলাই যেতে পারে কোন রকম অশান্তি ছাড়াই সমাপ্তি হয়েছে পৌষ মেলা। কিন্তু পৌষ মেলা শেষ হওয়ার পর শান্তিনিকেতনে তুমুল অশান্তি দেখা গেল। তুমুল অশান্তির পিছনে রয়েছে পার্কিং। পার্কিং কালপ্রিট হয়ে দাঁড়ালো এদিন।

মেলা শেষ হয়ে যাওয়ার পরেও এক মোটর বাইক আরোহীকে পার্কিংয়ে বাইক রাখতে হবে এবং তার জন্য পার্কিং ফি দিতে হবে। এমনই দাবি করতেই পার্কিং কর্তৃপক্ষের সঙ্গে ওই বাইক আরোহীর তুমুল ঝামেলা বাঁধে। আর এমন ঝামেলার সময় আচমকা ওই পার্কিংয়ের দায়িত্বে থাকা কয়েকজন এবং স্থানীয় কয়েকজন ওই বাইক আরোহীদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ শীতের রাতে কনকনে ঠান্ডায় অসহায় ভাবে রাত কাটানো মানুষদের পাশে দাঁড়ালেন একদল যুবক

ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে দুজন গুরুতর আহত অবস্থায় বোলপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। তবে প্রশ্ন উঠছে, মেলা শেষ হয়ে যাওয়ার পরেও কিভাবে পার্কিংয়ের টাকা দাবি করে পার্কিং কর্তৃপক্ষ।