ঘূর্ণিঝড় ‘গুলাব’-এর সতর্কতায় বাতিল এই ২৮টি ট্রেন, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে নতুন করে মাথাচাড়া দিয়েছে একটি ঘূর্ণিঝড়। পাকিস্তানের নামকরণে এই ঘূর্ণিঝড়ের নাম হয়েছে গুলাব। এই ঘূর্ণিঝড়টি তুলনামূলক কম শক্তিশালী হলেও এর প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে কারণে আগাম সর্তকতা হিসেবে ইতিমধ্যেই রেলের তরফ থেকে ২৮টি দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করেছে।

Advertisements

এই ঘূর্ণিঝড়ের কারণে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না ইস্ট কোস্ট রেলওয়ে। যার পরেই এই ২৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ২৮টি ট্রেন বাতিল করার পাশাপাশি পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী বেশকিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হতে পারে বলেও জানা যাচ্ছে রেল সূত্রে।

Advertisements

ট্রেন বাতিলের কারণ হিসাবে ঘূর্ণিঝড়ের কথা জানানো হয়েছে ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে। পাশাপাশি তারা জানিয়েছে বিভিন্ন ব্রিজগুলির উপর নজর রাখা হচ্ছে, পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে যাতে বৈদ্যুতিক খুঁটি, বৈদ্যুতিক তার ভেঙ্গে অথবা ছিঁড়ে না পরে তার দিকে নজর রাখা হচ্ছে

Advertisements

বাতিল ট্রেনের তালিকা (বাতিল ২৬ সেপ্টেম্বর)

০৮৪৬৩ : ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর প্রশান্তি স্পেশাল।

০২৮৪৫ : ভুবনেশ্বর থেকে যশবন্তপুর স্পেশাল।

০৮৯৬৯ : ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম স্পেশাল।

০৮৫৭০ : বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বর স্পেশাল।

০৭০১৫ : ভুবনেশ্বর থেকে সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম স্পেশাল।

০২০৭১ : ভুবনেশ্বর থেকে তিরুপতি স্পেশাল।

০৮৪১৭ : পুরী থেকে গুনুপুর স্পেশাল।

০২৮৫৯ : পুরী থেকে চেন্নাই সেন্ট্রাল স্পেশাল।

০৮৫২১ : গুনুপুর থেকে বিশাখাপত্তনম স্পেশাল।

০৮৫২২ : বিশাখাপত্তনম থেকে গুনুপুর স্পেশাল।

০৮৪৩৩ : ভুবনেশ্বর থেকে পলাসা স্পেশাল।

০৮৫৭২ : বিশাখাপত্তনম থেকে টাটা স্পেশাল।

০৮৫১৮ : বিশাখাপত্তনম থেকে কোরবা স্পেশাল।

০৮৫১৭ : কোরবা থেকে বিশাখাপত্তনম স্পেশাল।

০২০৮৫ : সম্বলপুর থেকে নান্দেদ স্পেশাল।

০৮৫২৭ : রাইপুর থেকে বিশাখাপত্তনম স্পেশাল।

০৮৫২৮ : বিশাখাপত্তনম থেকে রাইপুর স্পেশাল।

০৮৫০৮ : বিশাখাপত্তনম থেকে রায়গঢ় স্পেশাল।

০৭২৪৪ : রায়গঢ় থেকে গুন্টুর স্পেশাল।

০২০৭২ : তিরুপতি থেকে ভুবনেশ্বর স্পেশাল।

২৭ সেপ্টেম্বর বাতিল

০৮৪১৮ : গুনুপুর থেকে পুরী স্পেশাল।

০২৮৬০ : চেন্নাই থেকে পুরী স্পেশাল।

০৮৪৩৪ : পলাসা থেকে ভুবনেশ্বর স্পেশাল।

০৮৫৭১ : টাটা থেকে বিশাখাপত্তনম স্পেশাল।

০২০৮৬ : নান্দেদ থেকে সম্বলপুর স্পেশাল।

০৮৫০৭ : রায়গঢ় থেকে বিশাখাপত্তনম স্পেশাল।

০৮৪৬৪ : ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বর স্পেশাল।

০২৮৪৬ : যশবন্তপুর থেকে ভুবনেশ্বর স্পেশাল।

এ ছাড়াও বেশকিছু ট্রেনের সাধারণ যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের নির্ধারিত স্টেশনের পরিবর্তন করা হয়েছে।

Advertisements