আর অপেক্ষা করতে হবে না, আসছে BSNL 4G

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : BSNL ছাড়া ভারতের অন্যান্য প্রতিটি টেলিকম সংস্থা ভারতে চালু করে দিয়েছে তাদের 4G পরিষেবা। সম্প্রতি তারা 4G পরিষেবার পর 5G পরিষেবা নিয়ে পরিকল্পনা গ্রহণ করছে। খুব তাড়াতাড়ি তাদের এই 5G পরিষেবা লঞ্চ হবে।

Advertisements

তবে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় অনেকটা সস্তা হওয়ার দরুন এই সংস্থার গ্রাহকরা মুখিয়ে রয়েছেন কবে আসবে ফোরজি পরিষেবা। BSNL 4G পরিষেবা আসা নিয়ে জল্পনা শেষ নেই। বাজারে গত কয়েক বছর ধরেই বিক্রি হচ্ছে ফোরজি সিম, কিন্তু পরিষেবা! তবে এবার আর অপেক্ষা করতে হবে না।

Advertisements

BSNL 4G পরিষেবা ব্যবহার নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি টুইট করেছেন। যেখানে তিনি নিজেই জানিয়েছেন, BSNL 4G পরিষেবা ব্যবহার করলেন তিনি। BSNL 4G পরিষেবা ব্যবহার করে তিনি আপ্লুতও হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এহেন ট্যুইটের পর এই এই সংস্থার 4G পরিষেবা নিয়ে আশার আলো জাগতে শুরু করেছে।

Advertisements

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারে লেখেন, “BSNL 4G নেটওয়ার্ক ব্যবহার করে প্রথমবার ফোন করলাম। এই 4G নেটওয়ার্ক একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি।” এর পাশাপাশি তিনি বিএসএনএলের এই উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন, আত্মনির্ভর ভারত গঠন করার যে স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারই প্রতিফলন হিসেবে এই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বিএসএনএলের এই 4G নেটওয়ার্ক।

প্রসঙ্গত, ইতিমধ্যেই বিএসএনএল সংস্থা তাদের গ্রাহকদের বিনামূল্যে ফোরজি সিম কার্ড দিতে শুরু করেছে। পুজোর মরসুমে এই সিম কার্ড দেওয়ার যে অফার তা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন কানেকশন অথবা এমএনপি দুই ক্ষেত্রেই এই ফ্রি সিম অফার রয়েছে বলে জানা গিয়েছে সংস্থা সূত্রে। যদিও কবে থেকে BSNL 4G পরিষেবা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা তারা কেন্দ্রীয় মন্ত্রীর ট্যুইটে পরিষ্কার নয়। তবে মনে করা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী যখন টুইট করেছেন, তখন আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

Advertisements