বিনামূল্যে ৪ মাস ইন্টারনেট, Jio-কে টেক্কা দিতে নয়া ঘোষণা করলো BSNL

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে টেলিকম বাজারে একচ্ছত্র জায়গা দখল করে নিয়েছে মুকেশ আম্বানি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। টেলিকম ব্যবসার পর তারা এখন ব্রডব্যান্ড এবং অন্যান্য পরিষেবার দিকে ঝুঁকতে শুরু করেছে। সেখানেও নতুন নতুন অফার দিয়ে গ্রাহকদের মন জয় করার চেষ্টা চলেছে। তবে এবার এই টেলিকম সংস্থার রিলায়েন্স জিওকে টেক্কা দিতে বিএসএনএলের তরফ থেকে চার মাস বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ঘোষণা করা হলো।

Advertisements

Advertisements

উৎসবের মরসুমে বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম অফার নিয়ে আসছে তাদের গ্রাহকদের জন্য। প্রতিযোগিতার এই বাজারে বিনা লড়াইয়ে কেউ কাউকেই এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। সেই মতই BSNL তাদের গ্রাহকদের জন্য টানা চার মাস বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার ঘোষণা করলো।

Advertisements

BSNL-এর তরফ থেকে জানানো হয়েছে, ভারত ফাইবার এবং ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন ব্যবহারকারীরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন। এছাড়াও বিএসএনএলের যে সকল গ্রাহকদের BSNL ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড ওভার Wi-Fi (BBoWiFi) রয়েছে তারাও বিনামূল্যে এই চার মাস পরিষেবা পাবেন। এই অফারটি আন্দামান-নিকোবর ছাড়া গোটা দেশের জন্যই প্রযোজ্য।

তবে বিনামূল্যে এই পরিষেবা পাওয়ার ক্ষেত্রে BSNL এর তরফ থেকে একটি শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্ত অনুযায়ী BSNL ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড ওভার Wi-Fi (BBoWiFi) এর গ্রাহকদের একসঙ্গে ৩৬ মাসের রেন্টাল দিতে হবে। অর্থাৎ ৩৬ মাসের রিচার্জ একসঙ্গে করলে ৪০ মাস পরিষেবা পাওয়া যাবে ওই একই টাকায়।

এছাড়াও আরও একটি অফার দেওয়া হয়েছে, যেটি হল BSNL ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড ওভার Wi-Fi (BBoWiFi) এর গ্রাহকরা যারা একসঙ্গে ২৪ মাসের রেন্টাল জমা করবেন তারা তিন মাস বিনামূল্যে পরিষেবা পাবেন। অর্থাৎ এই অফার অনুযায়ী ২৪ মাসের টাকায় ২৭ মাস পরিষেবা বহন করা যাবে। এছাড়াও একসঙ্গে ১২ মাসের রেন্টাল জমা দিলে এক মাস বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে।

এই অফার পাওয়ার জন্য গ্রাহকদের সংস্থার টোল ফ্রি নম্বর 18003451500 এ যোগাযোগ করতে হবে এবং নিজেদের সাবস্ক্রিপশন সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে হবে। এর পাশাপাশি গ্রাহকরা ইচ্ছে করলে তাদের নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন।

Advertisements