৫ মাসের মেয়েকে কোলে নিয়ে SaReGaMaPa -তে অডিশন দিলেন মা, কুর্নিশ নেটিজেনদের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় মন ছুঁয়ে যাওয়া বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা মন ছুঁয়েছে নেটিজেনদের। এই ভিডিওটি SaReGaMaPa-র অডিশনের ভিডিও।

Advertisements

১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে SaReGaMaPa মিউজিক রিয়েলিটি শো। যেখানে বিচারকের ভূমিকায় রয়েছেন বিশাল দাদলানি, হিমেশ রেশামিয়া আর শঙ্কর মহাদেবন। আপাতত এই মিউজিক রিয়েলিটি শোয়ের চলছে অডিশন পর্ব। আর সেই অডিশন পর্বেই ফুটে উঠেছে এক মায়ের দুর্দান্ত লড়াইয়ের গল্প।

Advertisements

অডিশন পর্বে ওই মাকে দেখা যায় তার পাঁচ মাসের শিশু কন্যাকে কোলে নিয়েই অডিশন মঞ্চে হাজির হতে। শুধু অডিশন মঞ্চে হাজির হওয়াই নয়, পাশাপাশি কোলের শিশুকন্যাকে কোলে নিয়েই অডিশন দিতে দেখা যায় অর্থাৎ তাকে মঞ্চে গান গাইতে লক্ষ্য করা যায়। এমন এই লড়াকু মায়ের নাম হলেন সঞ্জনা ভাট। মঞ্চে দাঁড়িয়ে তাকে গাইতে শোনা যায় ‘আও তুমে চান্দ পে লে যায়ে’।

Advertisements

জানা গিয়েছে, সঞ্জনা ভাট অডিশন দেওয়ার জন্য তার স্বামীর সঙ্গেই অডিশন পর্বে হাজির হয়েছিলেন। কিন্তু তার পাঁচ মাসের খুদে শিশুকন্যা মাকে ছেড়ে কিছুক্ষণের জন্য থাকতে চায় নি। যে কারণে সঞ্জনাকে অডিশন মঞ্চে হাজির হতে হয় তার ওই শিশুকন্যাকে কোলে নিয়েই। অন্যদিকে তার কণ্ঠে এই গান শুনে ভাষা হারান তিন বিচারক। বিচারকরা অঞ্জনার গান শুনে এতটাই খুশি হন যে উঠে দাঁড়িয়ে তারা হাততালি দেয় এবং পরের রাউন্ডে যাওয়ার জন্য মেডেল জিতে নেন সঞ্জনা।

লড়াকু এই সঞ্জনাকে বিচারকরা বেশ কিছু প্রশ্ন করেন। সেই সকল প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সঞ্জনা জানান, ছোটবেলাতেই বাবাকে হারানোর পর মা ও মামাদের কাছে মানুষ হয়েছেন তিনি। কষ্টের সঙ্গে মানুষ হওয়ার দরুন গান শেখার সুযোগ হয়নি। তবে ছোটবেলা থেকেই টিভিতে সারেগামাপা লিটল চ্যাম্পস দেখে এই মঞ্চে একদিন গান গাওয়ার স্বপ্ন দেখেছিলেন।

সঞ্জনা আরও জানিয়েছেন, পরে তিনি প্রেম করে বিয়ে করেছেন এবং বিয়ের পর স্বামীর সাহায্য নিয়ে পড়াশোনা শেষ করেন। সঞ্জনার এই গল্প বিচারকদের মন ছুঁয়ে যায়।

Advertisements