দেশের বৃহত্তম বাউল মেলার সূচনা হলো মঙ্গলবার। দেশের বৃহত্তম বাউল মেলা বলতে যাকে বলা হয় সেটি হল জয়দেব কেন্দুলী বা জয়দেব মেলা। তবে এই মেলার বয়স ঠিক কত, তার সঠিক উত্তর সঠিকভাবে অনেকের কাছেই নেই। কেউ বললেন ৪০০ বছর, কেউ আবার বলেন ৬০০ বছর। সে যাই হোক, তবে এবার এই মেলার উদ্বোধন করতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
মঙ্গলবার ১৩ জানুয়ারি থেকে 2026 সালের জয়দেব কেন্দুলী মেলার সূচনা হলো প্রশাসনিকভাবে। মেলার উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখার সময় কাজল শেখ জানান, তৃণমূলের আমল থেকেই জয়দেব মেলার উন্নতি হয়েছে। অর্থাৎ তার কথা অনুযায়ী ৪০০ বছর হোক অথবা ৬০০ বছর, মেলার আসল উন্নয়ন কিন্তু হয়েছে ২০১১ থেকেই।
আরও পড়ুনঃ এবারের জয়দেব মেলায় থাকছে জোড়া আকর্ষণ! মেলা শুরুর আগে জেনে নিন সেই অজানা আকর্ষণের বিষয়
কাজল শেখের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বছরের প্রাচীন একটি মেলাকে নিয়ে কেন তিনি এমন মন্তব্য করলেন। আর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তার কথায়, প্রাচীন এই মেলা প্রশাসনিকভাবে অর্থাৎ বীরভূম জেলা প্রশাসনের দ্বারা ১৯৮১ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। তবে সেই সময় অর্থাৎ বাম জামানাই মেলার দায়িত্ব বাম সরকার নিলেও তা কেবলমাত্র খাতাই কলমে ছিল। আর সেই জন্য মেলাই আসা পূর্ণার্থীরা যত্রতত্র টয়লেট করতেন, দুর্গন্ধে সমস্যায় পড়তে হতো আগতদের। কিন্তু ২০১১ সাল থেকে সেই পরিস্থিতির সম্পূর্ণভাবে বদল এসেছে।
