বলা যেতে পারে এখন থেকেই ২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এখন থেকেই রাজনৈতিক দলগুলি নিজেদের জায়গা শক্ত করতে মাঠে উঠে পড়ে নেমেছে। আর এমন অবস্থাতেই টোটো চালিয়ে চমক দিতে দেখা গেল লাভপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহাকে।
রাজ্যের শাসক দল ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী প্রচার করে বেড়াচ্ছে। আর সেই উন্নয়নের পাঁচালী দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত টোটোকে বাহন হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবার সেই টোটো চালিয়েই রীতিমত চমক দিলেন অভিজিৎ সিনহা।
আরও পড়ুনঃ বাংলার গর্ব, প্রজাতন্ত্র দিবসের ১০০ বিশেষ অতিথিদের দুই বীরভূমের মেয়ে প্রত্যুষা ও আয়রা
লাভপুর বিধানসভার দ্বারকা অঞ্চলে তৃণমূলের উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচার শুরু হয়। গ্রামের শিব মন্দিরে পুজো দিয়ে টোটো চালিয়ে উন্নয়নের পাঁচালী হাতে প্রচার করতে দেখা গেল অভিজিৎ সিনহাকে। আর এই ঘটনা নিয়ে অনেকেই বলছেন, ভোটের আগে মানুষের মনে জায়গা করে নিতেই তৃণমূলের বিধায়কের এমন পদক্ষেপ।
