কাপলদের জন্য স্পেশাল করছাড়, চালু যৌথ ট্যাক্স সিস্টেম! নয়া বাজেটে আর কি কি সুবিধা?

মধ্যবিত্ত পরিবারের জন্য বড় স্বস্তির খবর। মোদী সরকারের আসন্ন Union Budget 2026 এ যৌথ আয়কর ব্যবস্থা (Joint Taxation System) চালু হওয়ার সম্ভাবনা জোরালো। অর্থ মন্ত্রক এই প্রস্তাব নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এতে স্বামী-স্ত্রী চাইলে আয় একত্রিত করে একটি যৌথ রিটার্ন দাখিল করতে পারবেন। ফলে করের বোঝা অনেক কমবে, বিশেষ করে একক উপার্জনকারী পরিবারগুলোর জন্য।

Union Budget 2026 এ আসতে পারে যৌথ আয়কর ব্যবস্থা

বর্তমানে প্রত্যেকে আলাদা করে আয়কর দেন। নতুন যৌথ কর ব্যবস্থা ঐচ্ছিক হবে—চাইলে পুরনো পদ্ধতিতেই চালিয়ে যাওয়া যাবে। দম্পতির মোট আয় একসঙ্গে গণনা হবে। মৌলিক ছাড়ের সীমা দ্বিগুণ বা তার বেশি হতে পারে (যেমন ৭-৮ লক্ষ থেকে ১৪-১৬ লক্ষ পর্যন্ত)। ট্যাক্স স্ল্যাবও সম্মিলিত আয় অনুযায়ী প্রসারিত হবে। উদাহরণ: একজনের আয় ১৫ লক্ষ হলে যৌথ ফাইলিংয়ে কর অনেক কম পড়বে, কারণ নন-আর্নিং স্পাউজের ছাড়ের সুবিধা নষ্ট হবে না। হোম লোন, হেলথ ইনস্যুরেন্স, ৮০সি-র মতো ছাড়ও বেশি পাওয়া যাবে। উচ্চ আয়ের দম্পতিদের জন্য সারচার্জের থ্রেশহোল্ড বাড়তে পারে।

কাদের সবচেয়ে বেশি লাভ হবে?

একক আয়ের পরিবার, গৃহিণী-সহ দম্পতি, অবসরপ্রাপ্তরা সবচেয়ে উপকৃত হবেন। মধ্যবিত্তের করের চাপ কমবে। আইসিএআই-এর প্রস্তাব অনুযায়ী এই ব্যবস্থা আমেরিকা-জার্মানির মতো দেশের সঙ্গে মিল রেখে চালু হতে পারে। তবে দুজনেরই উচ্চ আয় থাকলে লাভ কম হতে পারে বা কর বাড়তেও পারে।

আরও পড়ুনঃ সরু না চওড়া! রাস্তা তৈরি নিয়ে গ্রামবাসীদের বিবাদ, মাঝে পড়ে কাজ নিয়ে সমস্যায় ঠিকাদার

বাজেটে কী হবে?

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি, ২০২৬-এ বাজেট পেশ করবেন। যৌথ আয়কর ব্যবস্থা চালু হলে ভারতের কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে, পরিবারকে একক অর্থনৈতিক ইউনিট হিসেবে দেখা হবে। পশ্চিমবঙ্গের মধ্যবিত্তরা এতে খুশি। চূড়ান্ত ঘোষণা বাজেটেই আসবে, তবে তার আগেই জোরালো হয়েছে আলোচনা।