পশ্চিমবঙ্গে শতায়ু রেশন কার্ড অর্থাৎ Ration Card অনুযায়ী যাদের বয়স ১০০ বা তার বেশি তাদের কার্ড যাচাই অভিযান শুরু হয়েছে। খাদ্য ও সরবরাহ দফতর এবার বাড়ি বাড়ি গিয়ে সরাসরি যাচাই করবে। বিশেষ করে ১০০ বছরের বেশি বয়সী রেশন কার্ডধারীদের বাড়িতে প্রথমে অভিযান চালানো হবে। লক্ষ্য একটাই, অযোগ্য ব্যক্তিদের রেশন সুবিধা বন্ধ করে যোগ্য গরিব মানুষের হাতে খাদ্য পৌঁছে দেওয়া।
Ration Card Verification by Government of WB
সরকারি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনেক উচ্চ আয়ের মানুষ, ব্যবসায়ী, বড় করদাতা এবং জমির মালিক রেশন তুলছেন। এমনকি মৃত ব্যক্তির রেশন কার্ডও সক্রিয় রয়েছে। পরিবারের একজন সদস্য আধার যাচাই করে পুরো পরিবারের রেশন তুলে নেন। ফলে মৃত শতায়ু গ্রাহকের অংশও অন্যরা নিয়ে যান। নিয়ম অনুযায়ী মৃত্যুর পর ডেথ সার্টিফিকেটের সময় রেশন কার্ড জমা দিতে হয়। কিন্তু পুরসভা ও পঞ্চায়েত এই নিয়ম মানছেন না। এতে রাজ্যের খাদ্য ভান্ডারে বড় ক্ষতি হচ্ছে।
কেমন হবে যাচাই প্রক্রিয়া?
জেলা খাদ্য দফতরের আধিকারিকরা সরাসরি বাড়িতে যাবেন। গ্রাহকের উপস্থিতি যাচাই করে রিপোর্ট জমা দেবেন। অযোগ্য প্রমাণিত হলে রেশন কার্ড বাতিল হবে। এর আগেও এমন নির্দেশ ছিল, কিন্তু এবার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অভিযান চলাকালীন অযোগ্য সুবিধা পাওয়া অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়াও চলবে।
আরও পড়ুনঃ সিউড়ির মেডিক্যাল কলেজ কীভাবে গেল রামপুরহাটে? ‘গোপন তথ্য’ ফাঁস করে শাসকদলকে বিঁধল বিজেপি
এই অভিযান সফল হলে সত্যিকারের অভাবী পরিবারগুলি বেশি সুবিধা পাবেন। রাজ্য সরকার খাদ্য সাথী পোর্টালের মাধ্যমে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার সুবিধা দিচ্ছে। কার্ডধারীরা নিজেরা খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য দেখতে পারেন।
