সাড়ে পাঁচ হাজার টাকা বেতনের সংসার চলে না! যে কারণে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন আশা কর্মীরা। আর সেই আন্দোলন এবার আরও জোরদার হচ্ছে। আশা কর্মীদের সবচেয়ে বড় আক্ষেপ, জেলাশাসক দপ্তর তাদের বেতন সম্পর্কে কিছুই জানেন না।
দীর্ঘদিন ধরে আন্দোলনের পাশাপাশি বুধবার আশা কর্মীরা সিউড়ি প্রশাসন ভবনে সিউড়ির ১১ টি ব্লক ও চারটি পৌরসভার আশা কর্মীদের নিয়ে বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা তাদের একাধিক দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চালালেও বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। আর এরই পরিপ্রেক্ষিতে তাদের বারবার আন্দোলনে নামতে হচ্ছে। এমনকি তারা এবার সরাসরি জেলাশাসকের সঙ্গে কথা বলার দাবি জানান, অন্য কোন আধিকারিকদের সঙ্গে বৈঠকে তারা রাজি নন।
আরও পড়ুনঃ স্কুল যাওয়ার নাম করে সদাইপুর টু দিঘা! বীরভূমের দুই নাবালকের কাণ্ডে হতচকিত জেলা
তাদের প্রধান দাবি হলো মাসিক বেতন ন্যূনতম ১৫ হাজার টাকা করতে হবে, ভাগ ভাগ করে পারিশ্রমিক না দিয়ে প্রতি মাসে বেতন হিসাবে এককালীন টাকা দিতে হবে। বকেয়া যে সকল বিল রয়েছে সেই সকল বিল দ্রুত মেটাতে হবে এবং ৬৫ বছরের আগে আশা কর্মীদের মৃত্যু হলে পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এ সকল দাবী দেওয়া নাম উঠলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালাবেন বলে জানিয়েছেন।
