উঠে যাবে বোনাস-পিএফের ঊর্ধ্ব সীমা? 8th Pay Commission নিয়ে আশায় বুক বাঁধছেন কেন্দ্রীয় কর্মীরা

লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) লাগু হওয়ার অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে কর্মী সংগঠনগুলি ক্যাবিনেট সেক্রেটারির কাছে দাবি জমা দিয়েছে। বোনাস, প্রভিডেন্ট ফান্ড (PF) এবং গ্র্যাচুইটির পুরনো সীমা তুলে নেওয়া বা অনেকটাই বাড়ানোর দাবি জানানো হয়েছে। এই দাবিগুলি মূলত মূল বেতন, ডিএ এবং মূল্যবৃদ্ধির সঙ্গে মিলিয়ে পুরনো নিয়মগুলি আর কার্যকর নয় বলে।

8th Pay Commission এ কর্মী সংগঠনের দাবি

এখন বোনাসের সীমা খুবই কম, প্রায় ৭,০০০ টাকা × ৩০ দিনের মতো। উচ্চ বেতনের কর্মীরা এতে খুব কম পান। সংগঠনগুলির দাবি, সব সীমা তুলে নেওয়া হোক ও বোনাস পুরো বেতনের সঙ্গে যুক্ত হোক। এতে বার্ষিক আয় অনেক বাড়বে।

প্রভিডেন্ট ফান্ডের লিমিট তুলে নেওয়া

বর্তমানে মাত্র ১৫,০০০ টাকা বেসিক স্যালারি পর্যন্ত বাধ্যতামূলক PF কাটা হয়। তার বেশি অপশনাল। কর্মী সংগঠনের দাবি, পুরো বেসিক + ডিএ-র উপর ১২% PF কাটা বাধ্যতামূলক করা হোক। এতে অবসরকালীন টাকার পরিমাণ অনেক বাড়বে, বিশেষ করে দীর্ঘ চাকরির কর্মীদের জন্য।

আরও পড়ুনঃ মাসের শেষেই ৫ দিন টানা বন্ধ, ফেব্রুয়ারিতে কদিন ছুটি? দেখে নিন Bank Holiday List

গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি

সপ্তম কমিশনে গ্র্যাচুইটির সীমা ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা হয়েছে। এখনও অনেকের ক্ষেত্রে সীমা পৌঁছে যায়। বর্তমানে কর্মী সংগঠনের মতে এটি ৩০-৪০ লক্ষ টাকা করা বা সীমা পুরোপুরি তুলে নেওয়া। এতে দীর্ঘ চাকরির কর্মীরা লাভবান হবেন।

সাম্প্রতিক খবর অনুযায়ী, কর্মী সংগঠনগুলি ফেব্রুয়ারি মাসে বৈঠক করবে দাবি চূড়ান্ত করতে। অষ্টম পে কমিশন এখনও পুরোপুরি গঠিত না হলেও, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাস্তবায়ন হলে বকেয়া মিলবে। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।