সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর-নলা রেল লাইনের পর এবার সিউড়ি-প্রান্তিক রেললাইন নিয়ে রেলের নতুন পোস্ট! রেল উন্নয়নের জোয়ারের অপেক্ষায় বীরভূম

বীরভূমের সদর শহর সিউড়িতে বছরের পর বছর ধরে নতুন কোন রেলের প্রকল্প লক্ষ্য করা যায়নি। অন্ততপক্ষে ১০০ বছরের নতুন কোন রেলের প্রকল্প হয়নি বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। তবে এবার এই বীরভূমের সিউড়ির বুকেই একের পর এক রেলের প্রকল্পের ঘোষণা করলো ভারতীয় রেল বোর্ড।

দিন দুয়েক আগেই রেল বোর্ডের একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি থেকে নলা পর্যন্ত নতুন যে রেল লাইন তৈরি হবে বলে জানিয়েছিলেন তার এফএলএস অর্থাৎ ফাইনাল লোকেশান সার্ভে এবং ডিপিআর তৈরির জন্য রেল ইতিমধ্যেই 2 কোটি 19 লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই রেল লাইনটি তৈরি হলে সিউড়ির সঙ্গে বক্রেশ্বর রাজনগর ও নলার সংযুক্ত হবে রেলপথে।

আরও পড়ুনঃ চাষিদের জন্য বড় সুখবর! ভোটের আগেই শস্য বীমার টাকা ও প্রকল্পের সুবিধা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার

এমন সুখবরের পাশাপাশি এবার আরও একটি সুখবর পাওয়া গেল, আর সেই সুখবর হলো সিউড়ি প্রান্তিক রেললাইন নিয়ে। রিলে তরফ থেকে এবার ৩৩.৯৮ কিলোমিটার সিউড়ি প্রান্তিক রেললাইন তৈরির বিষয়েও জোর দেওয়া শুরু করলো। এই রেল লাইনটির বিষয়েও বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বারবার দাবি করছেন, সিউড়ি প্রান্তিক রেললাইনও তৈরি হবে, যা রাজ্য সরকারের জমি না দেওয়ার কারণে বন্ধ হয়ে পড়ে রয়েছে।

পূর্ব রেলের হেডকোয়ার্টারের তরফ থেকে বৃহস্পতিবার সিউড়ি প্রান্তিক রেললাইন নিয়ে একটি পোস্ট করেছে এবং সেখানে তারা এই রেল লাইনের গতি সঞ্চারের বিষয়ে জোর দেওয়া হচ্ছে সেটিই বুঝিয়েছে। পূর্ব রেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে সিউড়ি প্রান্তিক রেললাইন তৈরি হলে তার কি কি সুবিধা পাওয়া যাবে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে বিকল্প রেল পথের মাধ্যমে রেল নেটওয়ার্কের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে। এছাড়াও আর্থসামাজিক উন্নয়নের গতি সঞ্চার হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র ও তীর্থক্ষেত্রে যাতায়াতের উন্নয়ন হবে। প্রত্যন্ত অঞ্চল সমূহ কে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সুদৃঢ়ভাবে সংযুক্ত করা সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে।