একসময়ের বিখ্যাত ভাইরাল শিল্পী ভুবন বাদ্যকর আজ নিজেদের দাবি-দাওয়া নিয়ে বীরভূম জেলা প্রশাসন ও পুলিশের দ্বারস্থ। দশ হাজার মানুষকে নিয়েই তাদের সংগঠন এদিন সিউড়িতে জমায়েত করে। এমনটাই দাবি তাদের। তবে এই দশ হাজার মানুষের মধ্যে সেলিব্রেটি হয়ে উঠতে দেখা গেল ভুবনকেই।
আসলে এদিন ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের একটি ডেপুটেশন কর্মসূচি ছিল। এই ডেপুটেশন কর্মসূচিতেই চৌদ্দ দফা দাবি দাওয়া তুলে ধরা হয় বীরভূম জেলাশাসক ও বীরভূম জেলা পুলিশ সুপার দপ্তরে। আর এই ডেপুটেশন কর্মসূচিতেই ডোম সমাজের অন্তর্ভুক্ত এবং সংগঠনের সদস্য হিসেবে কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ কীর্ণাহারে সোনার দোকানে ডাকাতির ঘটনায় বড় সাফল্য পুলিশের! ২৪ ঘন্টার মধ্যেই কাজ হাসিল অনেকটাই
এদিন ভুবন বাদ্যকরকে হাতের কাছে পেয়ে ডেপুটেশন কর্মসূচিতে আসা মানুষেরা তার সঙ্গে সেলফি তুলতে রীতিমতো হুড়োহুড়ি শুরু করেন। ডেপুটেশন কর্মসূচিতে সবকিছু বাদ দিয়ে ভুবন বাদ্যকরই যেন সবকিছুর কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়ান। একেবারে সেলিব্রেটির মতো তাকে এদিন দেখা যায়, দেখা যায় তাকে ঘিরে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত অন্যান্যরা।
ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের এদিনের কর্মসূচিতে যে সকল দাবি-দাওয়া তুলে ধরা হয় তার মধ্যে অন্যতম ছিল, নিরাপত্তা, শিক্ষিতদের চাকরি, শিল্পীদের শিল্পী সম্মান ভাতা ইত্যাদি। প্রশাসনের তরফে তাদের সঙ্গে সহযোগিতা করা হয়েছে বলেই দাবি করেন তারা।
