নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। চলতি সপ্তাহে পরপর দুবার সিবিআই তলব এড়ানোর পর বুধবার রাতেই বোলপুরে ডেরা তৈরি করে সিবিআই। কলকাতা এবং দুর্গাপুর থেকে বিশাল সিবিআই টিম এসে পৌঁছায় নতুন কুঠি গেস্ট হাউসে।
রাতে রতন কুঠি গেস্ট হাউসে সিবিআই আধিকারিকরা থাকার পর বৃহস্পতিবার সকাল হতেই কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে পৌঁছে যান অনুব্রত মণ্ডলের বাড়িতে। অনুব্রত মন্ডলের বাড়িতে পৌঁছানোর পর মাত্র কয়েক মিনিট সময় নেন তাকে গ্রেপ্তার করার জন্য। এরপরই তাকে আসানসোলের দিকে নিয়ে যাওয়া হয়।
অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে যখন তৎপরতা শুরু হয়েছে সিবিআই আধিকারিকদের সেই সময় তার বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের নিচু পট্টির বাড়ির ছাদে দেখা যায় প্যান্ডেল। যখন সিবিআই আধিকারিকরা অনুব্রত মন্ডলের পিছু ছাড়ছেন না সেই সময় তার বাড়ির ছাদে এমন প্যান্ডেল দেখে তৈরি হয়েছে রহস্য। কি কারণে এই প্যান্ডেল তা নিয়ে সবার মধ্যেই তৈরি হয় কৌতূহল।
এই প্যান্ডেল নিয়ে বিশেষ সূত্রে জানা যাচ্ছে, যজ্ঞের জন্য এই প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছিল। সেই যোগ্য হওয়ার কথা ছিল আগামী ১৫ আগস্ট। এর আগেও একাধিকবার অনুব্রত মণ্ডল যখন কোনরকম টানাপোড়েনের মধ্যে পড়েছেন অথবা ভোটের আগে দলকে জেতানোর তৎপরতা শুরু হয়েছে তখন এমন যজ্ঞের আয়োজন করতে দেখা গিয়েছে।
আবার অন্য একটি সূত্র মারফত জানা যাচ্ছে, রাখি বন্ধন অনুষ্ঠানের জন্যই নাকি এই প্যান্ডেল তৈরি করা হয়েছিল। যদিও ঠিক কি কারনে এই প্যান্ডেল তৈরি করা হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। তবে রাখির জন্য এই প্যান্ডেল যে তৈরি হয়নি তা এক প্রকার স্পষ্ট। কারণ রাখির জন্য প্যান্ডেল তৈরি হলে সেই প্যান্ডেল আজ সম্পূর্ণ থাকতো। এছাড়াও প্যান্ডেলটি যেভাবে তৈরি করা হয়েছে তা দেখে মনে করা হচ্ছে যজ্ঞের জন্যই হয়তো এই প্যান্ডেল তৈরি করা হচ্ছিল!