SSC Recruitment : রাজ্যজুড়ে চাকরি হারা যোগ্য প্রার্থীরা দিনের পর দিনের যেখানে আন্দোলনে পা মেলাচ্ছেন সেখানে দাঁড়িয়ে বাবার চাকরি পেল ছেলে। এই ঘটনা নতুন নয়। অতীতে একাধিক মানুষ এমনভাবে চাকরি পেয়েছেন হাইকোর্টের নির্দেশে। চাকরিরত অবস্থায় কারও মৃত্যু হলে অবশ্যই তাঁর পরিবারের সদস্য চাকরি পাওয়ার যোগ্য।
তবে এই ঘটনাতে ছেলেকে চাকরি দিতে রাজি হয়নি স্কুল সার্ভিস কমিশন। কারণ অবসরের পনেরো ঘন্টা আগে মৃত্যু হয়েছে বাবার। আর এই যুক্তিতেই স্কুল সার্ভিস কমিশন এর তরফে জানানো হয়,৬০ বছর বয়স হওয়ার মাত্র পনেরো ঘন্টা আগে মৃত্যু হয়েছে ওই প্রধান শিক্ষকের। তাই অবসরের শেষসময় মৃত প্রধান শিক্ষকের পরিবারের কাউকে চাকরি দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: Biswa Bangla Biswabidyalay: বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ তৃণমূলের
সূত্রের খবর, ১৯৬১ সালে ২ জানুয়ারি জনৈক মহম্মদ কোরবান হোসেনের জন্ম। পূর্ব বর্ধমানের একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন ১৯৮১ সালের ১৯ নভেম্বর থেকে। ২০০২ সালে প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন তিনি। 2021 সালের ২ জানুয়ারি তাঁর ৬০ বছর বয়স হওয়ার কথা। কিন্তু বছরের প্রথম দিনেই অর্থাৎ ১ জানুয়ারি সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। চাকরি জীবনের শেষলগ্নে বাবার মৃত্যুর কারণ দেখিয়ে অনুকম্পাজনিত শর্তে বাবার চাকরি চেয়ে এসএসসির দ্বারস্থ হন ছেলে মনিকুল।
স্কুল সার্ভিস কমিশন এর দাবিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ছেলে মনিকুল। দুপক্ষের সওয়াল জবাব বিচার করে ছেলেকে চাকরি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই,কলকাতা হাই কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন মামলাকারী।