নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বছরের বিভিন্ন সময় তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন অফার দিয়ে থাকে। সেই রকমই বিশ্বকর্মা পুজোর দিন রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের তরফ থেকে তাদের ৪৫ কোটি গ্রাহকদের দারুণ খবর হিসাবে একটি ক্ষেত্রে চার্জ তুলে নেওয়ার ঘোষণা করেছে।
শনিবার দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ব ব্যাংক তাদের গ্রাহকদের জন্য ঘোষণা করেছে, এবার থেকে আর তাদের গ্রাহকদের মোবাইল থেকে ফান্ড ট্রান্সফারের জন্য কোন বাড়তি চার্জ দিতে হবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী এবার গ্রাহকরা ইউএসএসডি পরিষেবা ব্যবহার করে কোনরকম বাড়তি চার্জ ছাড়াই তাদের টাকা পাঠাতে পারবেন।
ইউএসএসডি বা আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা সাধারণত মোবাইল কানেকশনের টকটাইম বা ব্যালেন্স অথবা অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য ব্যবহার করা হয়। এর পাশাপাশি এই পরিষেবা ব্যবহার করা হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করার জন্য।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তের ফলে তাদের ৪৫ কোটির বেশি গ্রাহক উপকৃত হবেন। এসবিআই টুইট করে জানিয়েছে, ‘মোবাইলে ফান্ড ট্রান্সফারের এসএমএস চার্জ এখন থেকে মকুব! ব্যবহারকারীরা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই সহজে লেনদেন করতে পারবেন।’
SMS charges now waived off on mobile fund transfers! Users can now conveniently transact without any additional charges.#SBI #StateBankOfIndia #AmritMahotsav #FundTransfer pic.twitter.com/MRN1ysqjZU
— State Bank of India (@TheOfficialSBI) September 17, 2022
ইউএসএসডি পরিষেবার মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের পরিষেবা পেতে হলে ডায়াল করতে হবে *৯৯#। এই পরিষেবা দীর্ঘদিন ধরে চালু রয়েছে বলে জানা যাচ্ছে ব্যাঙ্ক সূত্রে। তবে এই পরিষেবার জন্য আগে গ্রাহকদের থেকে এসএমএস চার্জ নেওয়া হতো। এবার এই এসএমএস চার্জ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক।