নিজস্ব প্রতিবেদন : এসে গেছে উৎসবের মরশুম। এই উৎসবের মরশুমে বিভিন্ন সংস্থা বিভিন্ন অফার দিয়ে থাকে। সেই রকমই শুরু হতে চলেছে amazon গ্রেট indian festival অফার। নতুন জামা কাপড় থেকে শুরু করে স্মার্টফোন সবকিছুই এবার এই অফারে মিলবে দারুণ সস্তায়। এই অফার কাজে লাগিয়ে সস্তায় জিনিসপত্র কেনার বড় সুযোগ রয়েছে।
অ্যামাজনের এই ফেস্টিভাল অফার শুরু হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। অ্যামাজন ছাড়াও এই দিন থেকেই শুরু হচ্ছে flipkart এর বিগ বিলিয়ন ডে সেল। এই দুই সংস্থার এই সকল অফার ঘিরে সাধারণ মানুষদের মধ্যে উন্মোদনার শেষ থাকে না। অধীর আগ্রহে ক্রেতারা বসে থাকেন এই অফারে জিনিসপত্র কেনার জন্য। মোবাইল, ল্যাপটপ, হেডফোন, মনিটর, প্রিন্টার ও আরও নানা সামগ্রীতেই চোখধাঁধানো ছাড় থাকে।
OnePlus 10 R : ৬.৭ ইঞ্চি 120Hz HDR10+ AMOLED ডিসপ্লের এই স্মার্টফোনে রয়েছে ১২ জিবি র্যাম ও ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি। ব্যাটারি ৫ হাজার mAh। অফারে এই ফোনটি পেয়ে যাবেন ৩৯ হাজার ৯৯৯ টাকায়।
Samsung Galaxy A73 : মার্চ মাসে লঞ্চ হওয়া এই ৫জি ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি 120Hz Super AMOLED Plus ডিসপ্লে। এতে রয়েছে ৮ জিবি র্যাম ও ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি। এই ফোনটি এমনিতে সাধারণ ভাবে আমাজন ও ফ্লিপকার্টে ৪১ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হয়। কিন্তু সেলে চলাকালীন দাম ৪০ হাজারেরও নিচে নেমে যাবে এমনই মনে করা হচ্ছে।
Xiaomi 11T pro 5G hiperphone : এটি ৬.৬৭ ইঞ্চির এবং 120Hz AMOLED ডিসপ্লে যুক্ত। এতে রয়েছে ১২ জিবি র্যাম ও ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি। এর ব্যাটারি ৫ হাজার mAh। এর দাম ৩৮ হাজার ৯৯৯ টাকা। সেলের সময় দাম অনেক কমবে বলে মনে করা হচ্ছে।