নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি যারা ভাইরাল হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। প্রচন্ড আর্থিক অনটনের মধ্যে তাকে দিনযাপন করতে হয়েছে একসময়। একসময় তিনি গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতেন। বাদাম বিক্রি করার সময় তিনি যে কাঁচা বাদাম গানটি গাইতেন সেই গানটি তার জীবন বদলে দেয়।
ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর কিভাবে তার জীবন বদলে দিয়েছে তা অনেকেই জানেন। যদিও বর্তমানে এখন তার জনপ্রিয়তা অনেক কমেছে বলেই মনে করছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা। তার এই জনপ্রিয়তা যখন কমতে শুরু করেছে সেই সময় তাকে নতুন রূপে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি তিনি একটি নতুন গান রেকর্ডিং করেছেন এবং সেই গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর আগের মতোই ভাইরাল হতে শুরু করে। ভুবন বাদ্যকরের নতুন এই গানটি হলো ‘পাকা বাদাম’। একসময় কাঁচা বাদাম গান এবং ‘আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম’ গেয়ে জনপ্রিয়তা লাভ করা এই ভুবন বাদ্যকরকে এই গানে দেখা যায় ‘আমার কাছে আছে শুধু পাকা বাদাম’ গাইতে।
নতুন এই গানটিতে যেমন নতুনত্ব আনতে চেয়েছেন ভুবন বাদ্যকর এবং গানের সঙ্গে যুক্ত থাকা অন্যান্যরা ঠিক সেই রকম মিউজিক ভিডিওর ক্ষেত্রেও এসেছে একাধিক নতুনত্ব। যেখানে দেখা যায় ভুবন বাদ্যকরকে স্বল্প পোশাকের একঝাঁক যুবতীদের সঙ্গে কোমর দুলিয়ে নাচানাচি করতে।
এই গানটি আলাদাভাবে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলবে এই আশা ছিল ভুবন বাদ্যকর এবং নির্মাতাদের। তবে জানা যাচ্ছে, গানটি রিলিজ হওয়ার কিছুদিনের মধ্যেই কপিরাইট সংক্রান্ত কারণে গানটি youtube থেকে সরিয়ে দেওয়া হয়।