Best Electric Cycle: Jio ও TATA র ইলেকট্রিক সাইকেলে কি কি ফিচার আছে?

Jio Electric Cycle: মুকেশ আম্বানির জিও এবং রতন টাটার টাটা এই দুই সংস্থা র মধ্যে হাড্ডিহাড্ডি লড়াই লেগেই থাকে। গ্রাহকদের সুবিধার্থে প্রতিনিয়ত নিজেদের প্রমাণ করে চলেছে সংস্থা দুটি। বর্তমানে গ্রাহকদের চাহিদা পূরণে ইলেকট্রনিক সাইকেল নিয়ে এসেছে তারা যা কিনা একদিকে যেমন পরিবেশ বান্ধব অন্যদিকে সাধ্যের মধ্যেই।

আপনি কোনটা ব্যবহার করেন EMotorad Doodle V3 নাকি Motovolt Hum? জানেন কোন সাইকেলটি সবচেয়ে ভালো? জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। সাইকেল ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু বিশেষ ফিচার থাকে। যেমন- কোয়ালিটি, কালার, মোটর, চার্জিং টাইম, ব্রেকিং, ডিজাইন ইত্যাদি এই গুলির উপর নির্ভর নির্ভর করেই চালক সেটি কিনে থাকেন।

আরও পড়ুন: Panchadeep Minar Howrah: হাওড়ায় গগনচুম্বী মিনার, কুতুব মিনারকেও ছাড়িয়ে যাবে

প্রথমত ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি:
EMotorad Doodle V3- সাইকেলটি ফোল্ডেবল ফ্যাট-টায়ার ইলেকট্রিক সাইকেল, যা জনপ্রিয় বিল্ড কোয়ালিটির জন্য পরিচিত। এটি অ্যালুমিনিয়াম দ্বারা নির্মিত যা চালকদের ব্যবহারের জন্য অত্যন্ত ভালো। অন্যদিকে Motovolt Hum সাইকেলটি উন্নত বিল্ড কোয়ালিটির জন্য। তবে এটি শহরের রাস্তায় ব্যবহারের জন্য বানানো হয়েছে। এর ফ্রেমটি স্টিলের, যা তুলনায় ভারী EMotorad Doodle V3 এর থেকে।

দ্বিতীয়ত মোটর ও পারফরম্যান্স লেভেল:
EMotorad Doodle V3- এই সাইকেলে ২৫০ ওয়াট হাব মোটর দেওয়া রয়েছে, যা সর্বোচ্চ ২৫ কিমি/ঘন্টা গতি তুলতে সক্ষম। এটি মজবুত। অন্যদিকে Motovolt Hum সাইকেলটিতেও একই ওয়াট মোটর রয়েছে, তবে একটি প্রধানত শহরে ব্যবহারের উপযুক্ত। এর গতি এবং টর্ক খুব ভালো।

তৃতীয়ত চার্জিং টাইম: EMotorad Doodle V3- এই সাইকেলটি সম্পূর্ণ চার্জ দিতে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগে চালকদের। যা একবার চার্জ দিলেই অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন তারা।অপরদিকে Motovolt Hum- সাইকেলটিও সম্পূর্ণ চার্জ দিতে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগে।

চতুর্থত ব্রেকিং: EMotorad Doodle V3 সাইকেলটির সামনে ও পিছনের উভয় চাকায় ডিস্ক ব্রেক রয়েছে, যা উন্নতমানের ব্রেক পারফরম্যান্স প্রদান করে। অন্যদিকে Motovolt Hum- মডেলটিতেও ডিস্ক ব্রেক রয়েছে। চালক নিরাপত্তার দিকে বিশেষ নজর রেখেই এটি তৈরি।

পঞ্চমত মূল্য: EMotorad Doodle V3- মডেলটি দাম ৪৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা। অন্যদিকে Motovolt Hum- এর দাম শুরু 30 হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে।