Panchadeep Minar Howrah: বাংলার অন্যতম ঐতিহ্য হল হাওড়া ব্রিজ। ক্যান্টিলিভার ব্রিজও বলা হয় এই হাওড়া ব্রিজকে। যা অত্যন্ত ব্যস্ততম ব্রিজ হিসেবেই গন্য করা হয়। তবে এবার হাওড়াতে এক বিশেষ আকর্ষণ হতে চলেছে নতুন একটি মিনার যা নাকি দিল্লির কুটুব মিনারকেও টেক্কা দেবে। এই মিনার এর উচ্চতা শুনে চমকে যাবেন আপনিও!
জানেন কত উঁচুতে অবস্থিত এই মিনার? এই মিনারের উচ্চতা প্রায় ১২০ মিটার। যা দিল্লির কুতুব মিনারের থেকে প্রায় ৩৮ মিটার চওড়া। এই মিনারটির নাম হল পঞ্চদীপ। নিউটাউনের বিশ্ববাংলা গেটের থেকে অনেক বেশি উচ্চতা টাওয়ারের। ময়দানের বুকে দাঁড়িয়ে থাকা শহিদ মিনারের থেকেও লম্বা এই টাওয়ার। এই মিনারের ডিজাইন করছে আইআইইএসটি শিবপুর। একটি বেসরকারি গ্রুপ এই টাওয়ারের কাজের বরাত পেয়েছে। যার তদারকি করছে হাওড়া পুরনিগম। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলছে, প্রায় ১১২ মিটার উচ্চতায় পর্যবেক্ষণ মঞ্চ থাকছে।
প্রায় ২ হাজার স্কোয়ার ফুটের মেঝে থাকছে এই মিনারে। একসঙ্গে ২০০জন এখান থেকে দেখতে পাবেন। এখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন চারটি টেলিস্কোপ থাকবে। সেই টেলিস্কোপে চোখ রেখে সেখান থেকে প্রায় ২০ কিমি দূর পর্যন্ত দেখা যাবে। সেখান থেকে শহর কলকাতার একটা বড় অংশ নজর করা যাবে। নিউটাউন, সল্টলেক, কলকাতা বিমানবন্দর, হুগলি ও হাওড়া বিস্তীর্ণ অংশ উপভোগ করা যাবে এই টেলিস্কোপের সাহায্যে খুব সহজে। আর সেই মন ক্যামেরাতেই বন্দি হবে সুন্দর সুন্দর অনেক মুহুর্ত। আগত মানুষদের জন্য থাকবে রাজকীয় আয়োজন। একটি রেস্তোরাঁ থাকবে এই মিনারে। যেখানে আহারের সুব্যবস্থা থাকবে। প্রায় ১০৪ মিটার উচ্চতায় এটা থাকবে। একটা সুন্দর ব্যাঙ্কোয়েট হলও থাকবে।
এত উঁচু মিনার ঘুরে দেখবেন কিভাবে জানেন? দুটি হাইস্পিড এলিভেটর থাকবে এই মিনারে। প্রতি সেকেন্ডে তিন মিটার উঠতে পারবে এই এলিভেটর। ১৫ জন করে যেতে পারবেন একবারে দেখার জন্য। এই এলিভেটরে চড়ে রেস্তোরাঁ ও ব্যাঙ্কোয়েট হলেও যেতে পারবেন সকলে। তাই এবার আরও এক নতুন উপহার পেতে চলেছে শহরবাসি।