মাথায় হাত Airtel গ্রাহকদের, ঠিক এই সময় থেকে বাড়ছে রিচার্জের খরচ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হল Jio। গ্রাহক সংখ্যা থেকে পরিষেবার দিক দিয়ে এই টেলিকম সংস্থা দেশের বৃহত্তম টেলিকম সংস্থার তকমা পেয়েছে। তবে এর পাশাপাশি গ্রাহক সংখ্যা থেকে প্রযুক্তিগত দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে Airtel। দেশের প্রায় ৩৭ কোটি মানুষ Airtel ব্যবহার করেন।

Advertisements

যেখানে কোটি কোটি মানুষ এয়ারটেল সংস্থার পরিষেবা ব্যবহার করছেন সেই জায়গায় এবার এই বিপুলসংখ্যক গ্রাহকদের জন্য খারাপ খবর দিল সংস্থা। নতুন করে রিচার্জের খরচ বৃদ্ধি করার ঘোষণা মোটামুটি ভাবে সংস্থার তরফ থেকে করে দেওয়া হয়েছে। এর ফলে মাথায় হাত পড়তে শুরু করেছে কোটি কোটি এয়ারটেল গ্রাহকদের।

Advertisements

ইতিমধ্যেই এয়ারটেলের তরফ থেকে মাসখানেক আগে তাদের গ্রাহকদের ন্যূনতম রিচার্জ প্ল্যান ৯৯ টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে যেকোনো এয়ারটেল গ্রাহককে নিজেদের নম্বরের পরিষেবা বজায় রাখার জন্য নূন্যতম ১৫৫ টাকা রিচার্জ করতে হবে। ১৫৫ টাকায় গ্রাহকরা পান আনলিমিটেড লোকাল, মোট ১ জিবি মোবাইল ডেটা, ৩০০টি এসএমএস এবং ২৪ দিনের ভ্যালিডিটি।

Advertisements

এরই মধ্যে সম্প্রতি এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি সমস্ত রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করা হবে। সংস্থার চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল (Sunil Bharti Mittal) মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2023) ইভেন্টে জানিয়েছেন, এই বছরেই সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এই ঘোষণার পর স্পষ্ট Airtel ব্যবহারকারীদের জন্য মোবাইল পরিষেবা বর্তমান সময়ের তুলনায় আগামী দিনে আরও ব্যয়বহুল হয়ে উঠবে।

খরচ বৃদ্ধি করার কারণ হিসেবে সংস্থার চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল জানিয়েছেন, টেলিকম ব্যবসায় লাভের পরিমাণ খুব কম। যে কারণে গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য প্ল্যান খরচ বাড়াতে হবে। পরিষেবা আরও ভালোভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়েছে।

Advertisements