ট্রেন টিকিটের ভাড়ায় এলো বিরাট বদল, অনেক সস্তায় পাবেন যাত্রীরা

Antara Nag

Published on:

Advertisements

এসি 3-টিয়ার ইকোনমি ক্লাসে (AC 3-tier Economy Class) কম ভাড়ায় ভ্রমণের সুযোগ ফিরিয়ে আনল ভারতীয় রেল ৷ গত বছরের নভেম্বরে এই শ্রেণিতে এসি 3-টিয়ারের সঙ্গে যুক্ত করে দিয়ে এসি 3-টিয়ার ইকোনমি ক্লাসকে প্রত্যাহার করা হয়েছিল ভারতীয় রেল (Indian Railway)।

Advertisements

আপনি যদি প্রায়ই থার্ড এসি (AC 3)-তে ভ্রমণ করেন তবে এই খবরটি আপনার জন্য দরকারি। রেলের এই সিদ্ধান্তের পর ট্রেনের এসি থ্রি ইকোনমি কোচে ভ্রমণ সস্তা হচ্ছে। রেলওয়ে বোর্ডের (Railway Board) জারি করা সার্কুলার অনুযায়ী, এসি কোচের ভাড়া সংক্রান্ত পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এসি থ্রি ইকোনমি কোচের ভাড়া এসি থ্রি কোচের চেয়ে কম হবে। ২২শে মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বর্তমান নির্দেশ বলা হয়েছে, ভাড়া কমলেও রেল যাত্রীদের লিনেন অর্থাৎ চাদর সরবরাহ করবে।

Advertisements

তথ্য অনুযায়ী, গত বছর রেলওয়ে বোর্ড একটি বাণিজ্যিক সার্কুলার (Commercial Circular) জারি করেছিল, যাতে এসি থ্রি ইকোনমি কোচ এবং এসি থ্রি কোচের ভাড়া সমান করা হয়েছিল। আগে ইকোনমি কোচে কম্বল ও চাদর দেওয়া না হলেও গত বছর থেকে যাত্রীদের জন্য এই সুবিধা পাওয়া শুরু হয়। তবে ২১ মার্চ, রেলওয়ে একটি সার্কুলার জারি করে এবং পুরানো ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

রেল আধিকারিকদের মতে, ইতিমধ্যেই টিকিট (Ticket) বুক করা যাত্রীরাও এই সিদ্ধান্তের সুবিধা পাবেন। হ্যাঁ, যেসব যাত্রী অনলাইনে এবং কাউন্টারে টিকিট নিয়েছেন তাদের টাকা রেলওয়ে ফেরত দেবে। তথ্য অনুযায়ী, রেলওয়ে গত বছর একটি বাণিজ্যিক সার্কুলার জারি করেছিল। এই সার্কুলারের পর এসি থ্রি কোচ ও এসি থ্রি ইকোনমি কোচের ভাড়া সমান করা হয়েছে।

Advertisements