নিজস্ব প্রতিবেদন : মার্চ মাস প্রায় শেষের দিকে। মার্চ মাস শেষ হওয়া যেমন একটি মাস শেষ হওয়া ঠিক সেই রকমই একটি অর্থ বর্ষেরও শেষ হওয়া। যে কারণে মার্চ মাসের গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে এপ্রিল মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন অর্থ বর্ষের সূচনা হয়ে যায়। তবে নতুন অর্থবছরের সূচনাতে বিভিন্ন সামাজিক ধার্মিক অনুষ্ঠানের কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা (Bank Holidays)।
বর্তমান সময়ে ব্যাঙ্কিং পরিষেবা অনলাইন নির্ভর হয়ে পড়লেও বহু ক্ষেত্রে এবং বহু কারণেই গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় যেতে হয়। আর ব্যাংকের শাখায় গিয়ে যাতে গ্রাহকদের অযথা ফিরে আসতে না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রতিমাসের ছুটির তালিকা প্রকাশ করে থাকে। নতুন অর্থবর্ষের প্রথম মাস অর্থাৎ এপ্রিলের কোন কোন দিন ব্যাংকের শাখা বন্ধ থাকবে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে।
১ এপ্রিল : আইজল, শিলং, সিমলা ও চণ্ডীগঢ় ছাড়া বার্ষিক ক্লোজিংয়ের কারণে সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২ এপ্রিল : রবিবার, সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ।
৪ এপ্রিল : মহাবীর জয়ন্তী উপলক্ষে আমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, জয়পুর, কানপুর, কলকাতায় বন্ধ ব্যাঙ্ক।
৫ এপ্রিল : বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী উপলক্ষে হায়দরাবাদে ছুটি।
৭ এপ্রিল : গুড ফ্রাইডে উপলক্ষে আগরতলা, আহমেদাবাদ, গুয়াহাটি, জয়পুর, জম্মু, সিমলা এবং শ্রীনগর ছাড়া সব জায়গায় বন্ধ ব্যাঙ্ক।
৮ এপ্রিল : দ্বিতীয় শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
৯ এপ্রিল : রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
১৪ এপ্রিল : আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে আইজল, ভোপাল, নয়াদিল্লি, রায়পুর, শিলং ও সিমলা ছাড়া সারা দেশে বন্ধ ব্যাঙ্ক।
১৫ এপ্রিল : বিশু, বোহাগ বিহু, হিমাচল দিবস, বাংলা নববর্ষ উপলক্ষে আগরতলা, গুয়াহাটি, কোচি, কলকাতা, সিমলা এবং তিরুবনন্তপুরমে বন্ধ ব্যাঙ্ক।
১৬ এপ্রিল : রবিবার, সারা দেশে বন্ধ ব্যাঙ্ক।
১৮ এপ্রিল : জম্মু ও কাশ্মীরে বন্ধ ব্যাঙ্ক।
২১ এপ্রিল : ইদ-উল-ফিতর উপলক্ষে আগরতলা, জম্মু, কোচি, শ্রীনগর ও তিরুবনন্তপুরমে বন্ধ ব্যাঙ্ক।
২২ এপ্রিল : চতুর্থ শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
২৩ এপ্রিল : রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
৩০ এপ্রিল : রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।