রেকর্ড গড়লেন বাংলা এই টিটিই, আদায় করে দিলেন ১ কোটি টাকা জরিমানা

Antara Nag

Published on:

Advertisements

চলতি অর্থবর্ষে, অর্থাৎ গত বছর এপ্রিল থেকে এবছর মার্চ পর্যন্ত যাত্রীদের থেকে জরিমানায় অনন্য নজির গড়ল দক্ষিণ-পূর্ব রেল। শুধু বিনা টিকিটের যাত্রীদের ধরে কোটি টাকার উপর জরিমানা আদায় করে রেকর্ড করলেন দক্ষিণ-পূর্ব রেলের এই টিকিট পরীক্ষক (Travelling ticket examiner)।

Advertisements

দক্ষিণ-পূর্ব রেল (South-Eastern Railway) জানিয়েছে, এককভাবে এই জরিমানা আদায়ে সর্বকালীন রেকর্ড রেলের ঘরে। অর্থাৎ টিকিট না কেটে ট্রেনে চেপে গন্তব্যে পৌঁছে যাওয়া যে সহজ নয়, সেটাই এই রিপোর্টে স্পষ্ট হয়ে গেল। বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন স্টেশন থেকে বিনা টিকিটেই যাতায়াত করতে দেখা যায় সাধারণ মানুষকে। এই প্রবণতা রুখতে দিনের পর দিন টিকিট পরীক্ষার বিষয়টিকে আঁটসাট করার চেষ্টা করছে ভারতীয় রেল (Indian rail)। সেই লক্ষ্যে যে ক্রমেই মিলছে সাফল্য, তা এই বিপুল পরিমাণ জরিমানাতেই পরিষ্কার। তবে, জরিমানা থেকে আয় নয়, রেল চায় টিকিট কেটেই যাতায়াত করুন যাত্রীরা।

Advertisements

রেল সূত্রে খবর, খড়গপুর ডিভিশনে সাঁতরাগাছি স্টেশনে কর্মরত টিকিট পরীক্ষক (Travelling ticket examiner) পিন্টু দাস ওরফে পিকে দাস। চলতি বছরে তিনি বিনা টিকিটে ১১,৮৬১ যাত্রীকে ধরে এক কোটি টাকার উপর জরিমানা বাবদ আয় করেছেন।

Advertisements

তাঁর সহকর্মীরা জানাচ্ছেন, চাকরির মধ্যবয়সে রয়েছেন তিনি। কিন্তু, সেভাবে ছুটি নেন না। কাজ অন্তপ্রাণ। স্টেশনেও পৌঁছন একেবারে নির্দিষ্ট সময়ে। একমিনিট ঘড়ির কাঁটা এদিক ওদিক হয় না। ট্রেন থেকে যাত্রীরা বার হওয়ার পরেই নরম-শান্ত গলাতে তাঁদের থেকে টিকিট দেখতে চান। কিন্তু, কারও কাছে টিকিট না থাকলে শক্তহাতে তিনি তাঁর দায়িত্ব পালন করেন। নিয়ম মেনে করেন জরিমানা।

সম্প্রতি পিন্টু দাস একটি সাক্ষাতকারে জানান, এটাই টিকিট পরিদর্শকের (Travelling ticket examiner) কাজ। আর সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বিনা টিকিটে যাতায়াত করা আইনত অপরাধ। এরজন্য জরিমানাও ধার্য রয়েছে। তিনি মনে করেন সাধারণ মানুষ যদি একটু সচেতন হন সেক্ষেত্রে এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব। এরই সাথে তিনি সকলকে টিকিট কেটে ট্রেনে যাতায়াত করার অনুরোধও করেন।

Advertisements