মদ খেয়ে মঞ্চে মাতলামি! বাংলাদেশী গায়ক নোবেলকে জুতো পেটা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিতর্কের আরেক নাম বাংলাদেশী গায়ক মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। তিনি যে নিজেকে কি ভাবেন তা নিয়েই ভাবতে বসেন বিশ্বের মানুষ। তার বিতর্কিত কার্যকলাপ অথবা বিতর্কিত মন্তব্যের জন্য হামেশাই তাকে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াতে দেখা যায়। আবার এসব ছাড়াও রয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া।

Advertisements

এসবের মধ্যেই নোবেল এমন এক কাজ করলেন যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নোবেলের এমন কাজ ঘটেছে বৃহস্পতিবার। যেদিন তিনি বাংলাদেশের কুড়ি গ্রাম ফুলবাড়ি কলেজের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন। শুধু অনুষ্ঠানে অতিথি নন পাশাপাশি তিনি ওই অনুষ্ঠানে গান গাইবেন বলেও কথা ছিল।

Advertisements

অনুষ্ঠানের সূচি অনুযায়ী গায়ক নোবেল অনুষ্ঠানে পৌঁছান এবং মঞ্চে গান গাইতেও ওঠেন। কিন্তু এরপরেই তার যে হাবভাব শুরু হয় তাতে খচে যান কলেজের পড়ুয়া থেকে উপস্থিত অন্যান্যরাও। এমনকি তারা এতটাই খচে যান যে জুতো ছুঁড়ে নোবেলকে জুতোপেটা করেন। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় উদ্যোক্তাদেরও।

Advertisements

মঞ্চে উঠে গান করার সময় গায়ক নোবেল একেবারেই সুস্থ মেজাজে ছিলেন না। তার আচরণে নানান অসংগতি পাওয়া যায় বলে অভিযোগ উপস্থিত পড়ুয়াদের। তার এই অসংলগ্ন আচরণের পরিপ্রেক্ষিতেই সবাই রেগে যান এবং তারপর নোবেলকে উদ্দেশ্য করে জুতো ছুঁড়েন। তিনি নাকি মদ খেয়ে মঞ্চে উঠেছিলেন বলে জানা যাচ্ছে ওপার বাংলার সংবাদ মাধ্যম সূত্রে।

কলেজের ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের তরফ থেকে জানা গিয়েছে, অনুষ্ঠানের দিন রাত ন’টা নাগাদ মঞ্চে ওঠার কথা ছিল নোবেলের। কিন্তু তিনি প্রায় আড়াই ঘন্টা দেরি করে মঞ্চে ওঠেন রাত্রি ১১ঃ২০ নাগাদ। এরপর গান গাইতে উঠে শুরু করেন মাতলামি। ফলস্বরূপ দর্শকরা বিরক্ত হয়ে তাকে লক্ষ্য করে জুতো ছোড়েন।

Advertisements