প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) ৫৯ তম জন্মদিন ছিল ৩০ শে এপ্রিল। তার ভক্তরা এই বিশেষ দিনটিতে তাদের প্রিয় অভিনেতাকে পর্দায় খুবই মিস করছেন। অভিষেক চট্টোপাধ্যায় এর মৃত্যু হয়েছিল ২০২২ সালের ২৪ মার্চ একটি রিয়্যালিটি শোয়ের শ্যুটিংয়ের মাঝেই। হঠাৎ অসুস্থ হয়ে আচমকাই মৃত্যু হয় অভিষেকের। চলতি বছরের গত মাসেই ছিল অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকী। তার স্ত্রী সংযুক্তা প্রতিটা মুহূর্তে অনুভব করছেন অভিষেকের অনুপস্থিতি। মৃত্যুর পর টালিগঞ্জের কোন সহকর্মী যোগাযোগ রাখেনি অভিষেকের পরিবারের সাথে।
একটি সাক্ষাৎকারে অভিষেকের (Abhishek Chatterjee) স্ত্রী বলেছেন যে, অভিষেকের মৃত্যুর পর টলিপাড়ার কোন সহকর্মীরা তার পরিবারের সাথে যোগাযোগ রাখেনি। আর্থিক সমস্যা নিয়ে নানারকম প্রশ্ন উঠেছিল তার মৃত্যুর পরে। কিন্তু একজন দক্ষ স্ত্রী হিসাবে সংযুক্তা দেখিয়ে দিয়েছে যে, তিনি আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল। একজন মহিলা হয়েও তিনি প্রতিটি পদক্ষেপে প্রমাণ করে দিয়েছেন তার দক্ষতার কথা। তিনি অভিষেকের সহকর্মী তথা বন্ধুদের উদ্দেশ্যে বলেছেন, সবাই হয়তো আজকে কাজে ব্যস্ত কিন্তু এতে তিনি কিছুই মনে করছেন না।
অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) বাংলা সিনেমাকে বহু হিট ছবি উপহার দিয়েছেন। তাঁর সুপারহিট ছবি গুলির মধ্যে অন্যতম হল ‘বাড়িওয়ালি’, ‘দহন’, ‘ইন্দ্রজিৎ’, ‘তুফান’, ‘সবুজ সাথী’, ‘অগ্নি’, ‘জন্মদাতা’, ‘আলো’, ‘পরিণতি’, ‘কুলি’, ‘রাজমহল’, ‘সুজন সখি’, ‘মায়ার বাঁধন’, ‘সখি তুমি কার’, ‘দাদার আদেশ’ ইত্যাদি। তার স্ত্রী কিভাবে অভিষেকের জন্মদিন পালন করলো তার মেয়েকে সঙ্গে নিয়ে? এই প্রশ্নের উত্তরে সংযুক্তা বলেছেন, কলকাতাতে একটি সংস্থা আছে যেখানে অভিষেকের জন্মদিনে বাচ্চাদের জন্য উপহার পাঠানো হয়েছে। এমনকি সুন্দরবনে একটি বিদ্যালয়ের শিশুদের জন্য চকলেট, কেক এবং অন্যান্য উপহার দেওয়া হয়েছে। শুধু এই বিশেষ দিনটিতেই নয়, বেশি তার উপার্জিত অর্থের কিছু অংশ দুটি সংস্থায় দান করে থাকেন।
গত রবিবার ৩০ শে এপ্রিল সুন্দরবনে অভিষেকের নামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে সংযুক্তা বাড়ি বসেই সমস্ত রকম আয়োজন করে দেওয়ার চেষ্টা করেছে। সংযুক্তা আরও বলেছেন যে, তিনি স্বপ্নে দেখেছেন সাঁইবাবার মন্দিরের তাই মেয়েকে নিয়ে অবশ্য সেখানে যাবেন। অভিষেকের জন্মদিনের খাওয়া দাওয়া মেয়েকে নিয়ে বাইরেই সারবেন সংযুক্তা। অভিষেকের কথা বলতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন তার স্ত্রীর সংযুক্তা। এরই ফাঁকে অভিষেকের সাথে কাটানো জন্মদিনের এটি সুন্দর মুহূর্তের কথা শেয়ার করলেন তিনি।
অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই সংসারী। তাই প্রতিবছর স্ত্রী এবং মেয়েকে নিয়েই জন্মদিন উদযাপন করতে তিনি পছন্দ করতেন। একবার জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দিয়েছিলেন সংযুক্তা। ইন্ডাস্ট্রির বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যখন সন্ধ্যেবেলায় অভি স্ত্রী ও মেয়েকে নিয়ে বেরোনোর জন্য তাড়া দিচ্ছে, ঠিক তখনই সবাই মিলে একসঙ্গে এসে দরজায় বেল বাজায়। সবাইকে একসাথে দেখে অবাক হন অভিষেক। জন্মদিনে স্বামীকে সেরা উপহারটি দিয়েছিলেন তার স্ত্রী সংযুক্তা। অন্যান্য বারের মতো এবারও উপহার নিতে ভোলেননি স্ত্রী সংযুক্তা। অভিষেকের জন্য কেনা পোশাক তিনি নিজেই পরবেন এবং চলতি বছরের মতো এ বছরও কেক কাটা হবে তার জন্মদিনে। চিরকালই ভোজন রসিক ছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় তাই উপহারের থেকেও খাবারের প্রতি তার উৎসাহ ছিল সবথেকে বেশি।