জমির সঙ্গে ফ্রি বাড়ি! বাম্পার অফার সরকারের এই প্রকল্পে

Updated on:

Advertisements

Govt. House Project : একটা নিজের বাড়ির স্বপ্ন, নিজের ঘর তৈরির ইচ্ছা কর না থাকে। কিন্তু চাইলেই তো আর ইচ্ছা পূরণ হয় না। বর্তমান দুর্মূলের বাজারে একটা বাড়ি তৈরি করতে লাখ লাখ টাকা খরচ। বাড়ি তৈরি একাধিক ঝক্কি। ব্যাংক থেকে লোন নিয়ে যে বাড়ি করবেন, তাতেও গাদা খানেক নিয়ম। লোন পাওয়ার জন্য থাকতে হবে সমতুল্য আর্থিক সামর্থ্য। তাই অনেক ক্ষেত্রে স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। আর বাস করতে হয় কুঁড়ে ঘরে। কেউ বিশাল আলিশান বাংলোয় থাকলে, কেউ আবার করে থাকেন মাথার উপর ত্রিপল খাটিয়ে।

Advertisements

তবে দরিদ্রদের এবার কিছুটা হলেও সমস্যা মুক্তি হতে চলেছে। অনেকেই হয়তো পূরণ করতে পারবেন নিজেদের স্বপ্ন। তার জন্য বিশাল অফার দিচ্ছে রাজ্য সরকার। সহজে স্বপ্ন পূরণ করতে দেওয়া হচ্ছে সুবিধা। বেহাল অর্থনীতির অবস্থায় অনেকেই বাড়ি করতে পারছেন না। তবে দরিদ্র মানুষ যাতে মাথার উপর একটা স্থায়ী ছাদ পান, তার জন্য রাজ্য সরকার নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের সুবিধা নিলে বাম্পার অফার পাবেন।

Advertisements

হালসিলের মার্কেটিং স্ট্রাটেজিতে ফ্রি শব্দটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। কোনও জিনিস কিনলেই, তার সঙ্গে আরও একটা জিনিস পাওয়া যাচ্ছে বিনামূল্য। আর সেই সমস্ত জিনিসের চাহিদা বাড়ছে তরতরিয়ে। তবে রাজ্য সরকার যে প্রকল্প এনেছে, সেই ফ্রি কিন্তু একেবারে অন্যরকম। শুনলে হয়তো প্রথমে বিশ্বাস হবে না। কিন্তু এমনই সুবিধা নিয়ে এসেছে রাজ্য সরকার। এবার জমি কিনলেই বাড়ি ফ্রি দেবে সরকার। এমনই বাম্পার অফার মার্কা প্রকল্প নিয়ে এসেছে নবান্ন। শুরু হয়েছে নিজ গৃহ, নিজ ভূমি প্রকল্প।

Advertisements

২০১১ সালে রাজ্যের সরকার গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বছরেই ১৮ অক্টোবর পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ও ত্রাণ দফতরের আনুকূল্যে চালু করা হয় ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্প। এই প্রকল্পে একটি পরিবার ৫ ডেসিমেল জমি পাবে। এই প্রকল্পে রাজ্য সরকারই একেবারে বিনামূল্যে দেবে জমির মালিকানা। শুধু মাত্র ৫ শতক জমির মালিকানা নয় , সেই জমিতে বাড়িও করে দেবে রাজ্য সরকার। সেই সঙ্গেই আয়ের জন্য ওই জমিতেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

তবে চাইলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন না সবাই। সবাইকেই বিনামূল্যে দেওয়া হবে না খাস জমির মালিকানা। কুটির শিল্প, মাছ চাষ, হস্তশিল্প, কৃষিকাজ, পশুপালন – ইত্যাদি পেশা গুলির সঙ্গে যারা যুক্ত, তাদের দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা। যাদের নিজস্ব জমি – বাড়ি নেই, তাদেরই জমিতে বাড়ি করে দেবে সরকার। একই সঙ্গে সেই জমিতে করে দেওয়া হবে কর্মসংস্থানের জন্য ব্যবস্থা। অর্থাৎ যদি কেউ মাছ চাষ করে উপার্জন করেন, তার জন্য পুকুর খনন করার জায়গাও দেওয়া হবে।

আবেদন করতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার এলাকার নিকটবর্তী বিএলআরও অফিসে। এই প্রকল্পে আপনাকে যে জায়গায় বাড়ি করে দেওয়া হবে, তার জন্য নির্দিষ্ট কিছু মাপকাঠি রয়েছে। অবশ্যই প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ জায়গায় বা নদীর কাছে আপনাকে বাড়ি করে দেওয়া হবে না। পাশাপাশি বাড়িতে বিদ্যুৎ, জল সংযোগের ব্যবস্থা সরকারের তরফ থেকে করে দেওয়া হবে। পাশাপাশি ঘরে বসবাস করার জন্য নূন্যতম রুম, শৌচালয় এবং রান্নাঘরের ব্যবস্থাও করে দেওয়া হবে।

Advertisements