অভিষেকের নবজোয়ারের কোটি কোটি টাকা কোথায় থেকে আসছে! ফাঁস রহস্য

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের শাসক দল তৃণমূল রাজ্যে নতুন কর্মসূচি নিয়ে এসেছে। তৃণমূলের নতুন সেই কর্মসূচির নাম হল তৃণমূলের নবজোয়ার (TMC Nabajowar)। বিরোধীদের অভিযোগ এই নব জোয়ার কর্মসূচির জন্য কোটি কোটি টাকা খরচ করছে রাজ্যের শাসক দল তৃণমূল।

Advertisements

তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে এবং তা শেষ হবে দক্ষিণবঙ্গের শেষ প্রান্তে। ৬০ দিন ধরে চলবে এই কর্মসূচি আর এই ৬০ দিন অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তৃণমূল কর্মী সমর্থকদের মনোমতো প্রার্থী বছরের জন্য ভোট গ্রহণ করছেন, একের পর এক সভা করে চলেছেন। এই সকল সভা অথবা রোড শো ইত্যাদির জন্য রয়েছে বিলাসবহুল টেন্ট, বিলাস বহুল বাস ইত্যাদি।

Advertisements

এই কর্মসূচির জন্য ঠিক কত টাকা খরচ হচ্ছে তা শাসক দলের তরফ থেকে জানানো না হলেও বিরোধীরা বারবার দাবি করছেন, শাসক দল তৃণমূল কোটি কোটি টাকা খরচ করছে তাদের নব জোয়ার কর্মসূচির জন্য। এই টাকা কোথায় থেকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠতেই রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সেই রহস্য ফাঁস করেন।

Advertisements

বুধবার হুগলির কোন্নগরে বিজেপির তরফ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। যে জনসভায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বক্তব্য রাখার সময় যেমন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রসঙ্গে একের পর এক বিস্ফোরক তথ্য পেশ করেন ঠিক সেই রকমই তৃণমূলের নবজোয়ারের খরচ কোথায় থেকে আসছে তাও ফাঁস করেন।

তৃণমূলের নব জোয়ারের খরচ কোথায় থেকে আসছে তা জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, “নবজোয়ারের টাকা কে দিচ্ছে জানেন? ডিয়ার লটারী। আয়কর দফতরে ওই লটারি কোম্পানি জানিয়েছে, প্রতিমাসে তারা ২৫-৩০ হাজার টাকা এসবিআই-এর মাধ্যমে তৃণমূলের ইলেকট্ররালে দিচ্ছে। ডকুমেন্ট আমি পেয়ে গিয়েছি। সব তথ্য প্রমাণ সময় মতো তুলে ধরব। বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা এটা আমরা বন্ধ করব।” এর পাশাপাশি অভিষেককে কটাক্ষ করে জানান, ‘চলছে নব জোয়ার যাচ্ছি আমি তিহার’।

Advertisements