Security of CM: বদলে গেল হাজরা কালীঘাট এলাকার চেহারা! বিরাট পদক্ষেপ পুলিশের

Prosun Kanti Das

Published on:

Advertisements

The security of the Chief Minister has been strengthened a lot: কঠোর নিরাপত্তার (Security of CM) বেড়াজালে আবদ্ধ হতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার বাড়ির আশেপাশে সমস্ত রাস্তায় জারি করা হলো ১৪৪ ধারা। আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো কঠোরভাবে বজায় রাখতে এই নির্দেশ জারি করলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত কুমার গোয়েল। কেনো হঠাৎ নিতে হলো এই সিদ্ধান্ত?

Advertisements

বকেয়া মহার্ঘভাতা নিয়ে আন্দোলন চলছে বহুদিন ধরেই। কোনরকম আশানুরুপ ফল পায়নি সরকারি কর্মচারীরা। তবু তারা হল ছাড়েনি। চলতি মাসের গত শনিবার কলকাতার রাজপথে এক বিশাল মিছিলের আয়োজন করেছিল সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি একটাই বকেয়া DA। বকেয়া মহার্ঘভাতার দাবিতে আন্দোলনের প্রেক্ষিতেই ছিল ওই মিছিল। তাহলে কি মিছিল ঘিরেই যত জল্পনা?

Advertisements

আসলে মিছিল ঘিরে গত শনিবার দিনভর সরগরম ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা, হাজরা ও সংলগ্ন অঞ্চল। তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে গিয়েছে সেই প্রতিবাদ মিছিল। এমনকি মিছিলের অভিমুখ ছুঁয়ে যায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াও। হাজরা থেকে সব বাম, বিজেপি ও কংগ্রেস নেতারা একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ জানান। ঠিক তারপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় (Security of CM) বড়সড় পদক্ষেপ করল লালবাজার পুলিশ।

Advertisements

এমনকি একটি নির্দেশিকা পর্যন্ত জারি করা হয়। কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশ বাদ দিয়ে কালীঘাটের বেশ কিছু এলাকায় জারি করা হল ১৪৪ ধারা। কতদিন পর্যন্ত থাকবে এই কড়া নিরাপত্তা (Security of CM)?

আপাতত ২ মাসের জন্য কলকাতা পুলিশের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। কেমন ধরনের নিরাপত্তা জারি করা হয়েছে ওখানে? আপাতত ওই এলাকা দিয়ে কোনও গাড়ি যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কালীঘাটের বেশ কিছু রাস্তায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার খাতিরে কলকাতা পুলিশের এই কঠোর পদক্ষেপ। সরকারি কর্মচারীদের এই আন্দোলন যাতে মুখ্যমন্ত্রী কোনো ক্ষতি করতে না পারে সেই কারণেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Advertisements