A heart touching video of a Mother and son: আমাদের অনেকের কাছেই সোমবার মানে আতঙ্ক। কাজে যাবার কথা ভাবলেই অনেকের চোখে জল চলে আসে। একই ধরা বাঁধা রুটিন, সেই দশটা-পাঁচটার রোজনামচা। কিন্তু অফিস না গিয়ে আর উপায় কী! যাই হোক অনিচ্ছা সত্বেও উইকেন্ডের হ্যাংওভারটা কাটিয়ে অফিস যেতেই হয়। সবাই চেষ্টা করে সোমবার আসার আগের মুহূ্র্তটা পরিবারের মানুষগুলোর সঙ্গে যতটা সম্ভব জুড়ে থাকা যায়, যতটা সম্ভব হেসেখেলে প্রাণোচ্ছ্বল মুহূর্তের আনন্দ গায়ে মেখে থাকা যায়। আবার যদি কিনা সেই পরিবারে একটা বাচ্চা থাকে, তাহলে তো আর কথাই নেই। সেরকমই একটা ছোট্ট ২ বছরের ছেলেকে জড়িয়ে ধরে মজা করে কান্নাকাটি শুরু করেছিল তার মা। ছেলেটা তার উত্তরে যেভাবে নিজের মাকে সামলেছে তা সত্যি অনুপ্রাণিত একটি ভিডিও (Adorable video)।
এই সুন্দর বাচ্চাটার নাম ইয়ুভাংশ ভরদ্বাজ। বাচ্চাটির নামেই একটা ইনস্টাগ্রাম পেজ বানিয়ে দিয়েছে তার মা-বাবা। সেই পেজ থেকেই ছোট্ট ইয়ুভাংশের ভিডিয়োগুলি শেয়ার করা হয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে। সেই মা-ছেলের ভালোবাসার ভিডিয়োটি (Adorable video) ভিউ এখন 7 মিলিয়ন এর অনেক বেশি। ছোট্ট ভিডিয়োতে বাচ্চাটিকে জড়িয়ে ধরে তার মা কাঁদছে আর বলছে, সে অফিসে যাবে না।
নিজের মা’কে সান্ত্বনা দেওয়ার জন্য ছেলেটি তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সান্ত্বনা দিতে গিয়ে সে তার মাকে বারবার চুপ করতে বলছে। কিন্তু নিজের সন্তানকে ছেড়ে কোন মায়ের অফিস যেতে ভাল লাগে? কোলের শিশুকে জড়িয়ে ধরেই তিনি তখন অঝোর ধারায় কেঁদে চলেছেন। মা’কে অনুপ্রেরণা দিতে গিয়ে সে যেসব কথা বলেছে তাই চোখের নিমেষে ভাইরাল হয়েছে (Adorable video)।
সোশ্যাল মিডিয়াতে নেটিজে়নরা এই ভিডিয়ো দেখার পর আর নিজেদের আটকে রাখতে পারেননি। ভিডিয়োটির নিচে কমেন্ট এর ঝড় বয়ে গেছে। ২ বছরের বাচ্চা যেভাবে মা’কে সান্ত্বনা দিচ্ছে তাতে আবেগতাড়িত হয়েছেন অনেকেই।
একজন লিখেছেন যে, তাকে দেখার অনেকে আছে মা যেনো অফিসে যায়। আর একজন যোগ করেছেন, একইরকম ইমোশনাল সাপোর্ট সবার জীবনে দরকার। তৃতীয় জনের আবার বলেছেন, বাচ্চাটি এতটাই মিষ্টি যে স্কুল যেতে কখনো বিরক্ত করবেনা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্টে ভরে গেছে কমেন্ট সেকশন।