Job opportunities: মাসে মাসে ৬০ হাজার টাকা বেতন, ইন্টারভিউ দিয়েই রাজ্য স্বাস্থ্য বিভাগে চাকরির সুযোগ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Recruitment in State Health Department is through interview only: আপনার পড়াশোনার বিষয় কি মেডিকেল কিংবা সেই সম্পর্কিত বিষয়? তাহলে অবশ্যই আপনার জন্য রয়েছে মোটা অঙ্কের চাকরির সুযোগ (Job opportunities)। সম্প্রতি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে হাওড়া জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে। এ রাজ্যে ন্যাশনাল আরবান হেলথ মিশন-এর জন্য মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের পোর্টালে সেই অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

Advertisements

বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে, মেডিক্যাল অফিসার বা চিকিৎসা আধিকারিক পদে নিয়োগ করা হব। এই পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৬ টি। স্থায়ীভাবে সমস্ত প্রার্থীদের নিয়োগ (Job opportunities) করা হবে। নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করবে সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি।

Advertisements

প্রার্থীদের কিরকম যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট পদে আবেদনের (Job opportunities) জন্য? প্রার্থীদের অবশ্যই মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সাথে অবশ্যই প্রার্থীকে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ করতে হবে। সঙ্গে থাকতে হবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন। তবে প্রার্থীদের সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের জন্য অবশ্যই ৬৭ বছরের মধ্যে বয়স হতে হবে। নির্দিষ্ট বয়সসীমার পরে কিন্তু কোনো আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।

Advertisements

সংশ্লিষ্ট মেডিক্যাল অফিসার পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এছাড়া প্রাথমিকভাবে আবেদনপত্র জমা দেওয়ার পর নথিপত্র বাছাই করতে হবে। তবে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিযোগ করা হবে। সেইসব ক্ষেত্রে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই করেই সম্পন্ন হবে। ইন্টারভিউয়ের দিন চাকরি প্রার্থীদের অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে নিয়ে আসতে হবে। অবশ্যই সঙ্গে আনতে হবে সমস্ত নথিপত্র। সাথে সাথে হবে নথিপত্র যাচাই এরপরই যোগ্য বলে বিবেচিত হলে প্রার্থীরা পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউ দিতে পারবেন।

কবে ও কোথায় হবে এই পরীক্ষা? আগামী ১৮ মে বেলা ১২ টায় ডিএসআর হল (২য় তল), সিএমওএইচ-এর বাংলো অফিস ক্যাম্পাস, 11, ড. পি.কে ব্যানার্জি রোড, লিচুবাগান, হাওড়া-711101 (মল্লিকফটকের নিকটে, কারেকশন হোম এবং বিএসএনএল অফিসের মাঝে)-এই ঠিকানাতে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। তবে প্রথমে হবে নথিপত্র যাচাই, তার জন্য অবশ্যই ওইদিন সকাল ১০ টার মধ্যে প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।

Advertisements