Secure Your money with Atal pension Yojana: সরকারি চাকরি মানে নিশ্চিন্ত, কারণ ৬০ বছরের পর থেকে বাকি জীবন পায়ে পা তুলে ঘরে বসে পাওয়া যাবে পেনশন। ওদিকে খেটে খাওয়া বেসরকারি চাকরিরত মানুষেরা ও ব্যবসায়ীরা দেওয়ালে কপাল ঠোকে শেষ বয়সের চিন্তায়। এই চিন্তা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Narendra Modi) ভাবায়নি, তা কিন্তু নয়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে উদ্বোধন করা হয় সাধারণ মানুষের জন্য এক নয়া পেনশন স্কিম। যার নাম ‘অটল পেনশন যোজনা’ (Atal Pension Yojana)।
আজকের তারিখেই দীর্ঘ ৮ বছর আগে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় শুরু হয়েছিল এই অটল পেনশন যোজনা (Atal pension Yojana)। মাত্র ৮ বছরের মধ্যেই এই যোজনায় নথিভুক্ত করেছেন প্রায় ৪ কোটির বেশি মানুষ। তার প্রধান কারণ হলো ৬০ বছরের পর থেকে আপনি ঘরে বসেই পেতে পারেন এক ১০০০, ২০০০ থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত। তবে তার জন্য আপনাকে করতে হবে মাসে একটি ছোট্ট অংকের বিনিয়োগ।
উক্ত যোজনায় ১৮ বছর বয়স থেকে ৪০ বছর বয়সের মধ্যে যে কোন নারী, পুরুষ আবেদন করতে পারেন। এই যোজনার নিয়ম অনুসারে, আপনাকে ৬০ বছর পর্যন্ত প্রতিমাসে প্রিমিয়াম দিতে হবে। ৬০ বছরের পর থেকে আপনি প্রতি মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন। পেনশনভোক্তার মৃত্যুর পর তার নমিনি সেই পেনশনটি পাবেন। আর যদি স্বামী স্ত্রী উভয়ই মারা যান, তবে পুরো টাকাটাই তার সন্তানদের হাতে তুলে দেওয়া হবে।
প্রিমিয়ামের পরিমাণ আপনি কত টাকা পেনশন লাভ করতে চান, তার ওপর নির্ভর করবে। যদি কোন ব্যক্তি মাত্র ১৮ বছর বয়সে ১০০০ টাকা পেনশনের জন্য আবেদন করে থাকেন অটল পেনশন যোজনায়। তবে তাকে মাসে মাত্র ৪২ টাকা করে প্রিমিয়াম বাবদ দিতে হবে। যদিও একবার আবেদন করার পর প্রতি মাসে অটোমেটিক আপনার ব্যাংক একাউন্ট থেকে এই প্রিমিয়ামের টাকাটি নির্দিষ্ট সময়ে কেটে নেওয়া হবে। প্রিমিয়ামের পরিমাণ বয়স অনুসারে কম-বেশি হবে।
আপনি যদি অটল পেনশন যোজনায় (Atal pension Yojana) আবেদন করতে চান, তবে যে ব্যাংকে আপনার সেভিংস একাউন্ট খোলা আছে সেই ব্যাংকের ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। ব্যাংকে গেলে অটল পেনশন যোজনার একটি ফর্ম পাওয়া যায়। সেই ফর্মটি পূরণ করে জমা দিলেই আপনার একাউন্টের সাথেই যুক্ত হয়ে যাবে এই যোজনাটি। এর ফলে কোন ঝামেলা ছাড়াই প্রতি মাসে অটোমেটিক ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের অংক কেটে নেওয়া হবে।