নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগে এখন ভারতীয় নাগরিকদের বড় সংখ্যার মানুষ বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে থাকেন। অনলাইন এই সকল বিপণনী সংস্থার মধ্যে অন্যতম জনপ্রিয় হল Amazon। দেশের কোটি কোটি গ্রাহক অনলাইন এই বিপণনী সংস্থার প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন। কিন্তু এবার সেই সকল গ্রাহকদের জন্য খারাপ খবর, কারণ আর মাত্র কয়েকদিন পরেই অ্যামাজন জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে চলেছে।
সম্প্রতি অ্যামাজন সংস্থার তরফ থেকে সেলার্স ফি ও কমিশন চার্জ বৃদ্ধি করা হয়েছে। এর ফলেই জিনিসপত্রের দাম বাড়বে বলে জানা যাচ্ছে। এই ধরনের চার্জ ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে কসমেটিক প্রোডাক্ট সহ বিভিন্ন ক্ষেত্রে আরোপ করা হবে। সর্বভারতীয় একটি সংস্থার খবর থেকে এমনটাই জানা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন সংস্থার এমন সিদ্ধান্তের ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে।
মনে করা হচ্ছে, অতিরিক্ত যে চার্জ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে সেই চার্জের বোঝা পড়বে গ্রাহকদের উপরই। এই পরিস্থিতিতে যদি কেউ কিছু কেনার পরিকল্পনার করে থাকেন তাহলে তা ৩১ মে’র মধ্যে কিনে নিন। কেননা ঐদিন থেকেই বাড়তি এই চার্জ বসানো হবে।
নতুন ভাবে চার্জ বসানোর পরিপ্রেক্ষিতে যে সকল জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে সেগুলি হল জামা-কাপড়, বিউটি প্রোডাক্টস, রান্নাঘরের জিনিসের ও ওষুধের দাম। শুধু তাই নয়, এর পাশাপাশি প্রোডাক্ট রিটার্ন দেওয়ার ক্ষেত্রেও চার্জ বৃদ্ধি করা হবে এমনটাই জানা যাচ্ছে।
চার্জ বৃদ্ধির বিষয়ে যা জানা যাচ্ছে তা হল, ৫০০ টাকা বা তার কম মূল্যের প্রোডাক্টের ক্ষেত্রে সেলার্স ফি ৫.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। অন্যদিকে ৫০০ টাকার বেশি জিনিসপত্রের ক্ষেত্রে সেলার্স ফি ১৫% করা হয়েছে। আবার এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেমন অ্যামাজন ওয়াল পেন্টস, টুলস, ইনভার্টার ও ব্যাটারির মতো বেশ কিছু জিনিসের ক্ষেত্রে আবার সেলার্স ফি কম করা হয়েছে।