A huge property found to a Lady engineer in Madhya Pradesh: of ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভূপালে। সেখানকার লোকায়ুক্তের অভিযানে বিরাট পর্দাফাঁস হল। বৃহস্পতিবার এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযান চালিয়েছিল টিম। ওই মহিলা ইঞ্জিনিয়ার কিন্তু অস্থায়ীভাবে ভূপালে কাজ করেন। আর ওই লেডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (Lady Engineer) বিলাস বহুল জীবন তাক লাগিয়ে নামক তদন্তকারীরা।
ওই ইঞ্জিনিয়ারের (Lady Engineer) বেতন ছিল ৩০ হাজার টাকা মাত্র। কিন্তু তাঁর বাড়িতে যেসব সম্পত্তি মিলেছে তা তার বেতনের থেকে প্রায় তিন হাজার গুণ বেশি। কিন্তু যাঁর বেতন মাত্র ৩০ হাজার, তিনি এই বিপুল সম্পত্তি বানালেন কীভাবে? তবে ওই বাড়িতে ঢুকে রীতিমতো গিয়েছেন তদন্তকারীরা। একেবারে যেন রাজপ্রাসাদ। কি আছে তার বাড়িতে? তাঁর বাড়িতে অন্তত ১৫০টি দেশি বিদেশি প্রজাতির কুকুর রয়েছে। নিয়মিত যত্ন সহকারে তাদের দেখভাল করা হয়। টিভির দাম ৩০ লাখ, ২০টি দামী গাড়ি। বাড়ি থেকে উদ্ধার হয়েছে অনেক টাকা।
তদন্তকারীদের দাবি হলো, যার মাইনে ৩০ হাজার টাকা তিনি তিরিশ লাখ দিয়ে টিভি কিনলেন কীভাবে? তবে সূত্রের মাধ্যেমে খবর, শুনলে অবাক হবেন তিরিশ লাখের টিভি নাকি বাড়িতে অযত্নেই পড়েছিল। এমনকি বাক্স থেকেও খোলা হয়নি। বর্তমানে ২০টি বিলাসবহুল গাড়ি তার গ্যারাজে। তার মধ্যে একটি হলো আবার মাহিন্দ্রা থর। কিন্তু এত টাকার ভান্ডার তিনি কোথায় পান সেটাই এখন প্রশ্ন।
আরও পড়ুন : ‘নিজের স্টাইলে করেছি, আগামীদিনেও করবো’, দুর্নীতির বিরুদ্ধে লড়াই নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়
১৫০টি কুকুর যাতে ভালো থাকতে পারে জন্য বাড়িতে অন্তত ২০টি ঘর আলাদা লাদা হয়েছে। এই পোষ্য কুকুরদের জন্য রুটি তৈরি করতে একটি মেশিন কেনা হয়েছিল। যার আসল দাম আড়াই লাখ টাকা। তদন্তকারীরা আরো জানিয়েছেন, ওনার বেতন শুধু ৩০ হাজার। অথচ কিভাবে পেলেন এই সম্পত্তি? এই সম্পত্তির দাম ৩০০ গুণ বেশি। ইঞ্জিনিয়ারের নাম হেমা মীনা। তিনি ১৩ বছর আগে ওই অস্থায়ী চাকরিতে নিয়োগ পেয়েছিলেন। স্বামীর সঙ্গেও ওই মহিলা ইঞ্জিনিয়ারের (Lady Engineer) বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু এত সম্পত্তি তিনি পেলেন কোথা থেকে?
আর এই রহস্যই দানা বেঁধেছে এখন। তবে নিশ্চয়ই তিনি দুর্নীতির মাধ্যমে এত বিপুল টাকা আয় করেছেন? কোন দুর্নীতির সাথে যুক্ত তিনি? এই ঘটনাকে ঘিরে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। তাকে জেরা করে অবশ্যই আসল কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কিন্তু সব মিলিয়ে তাঁর প্রায় ৭ কোটির সম্পত্তির হদিশ মিলেছে। কিন্তু মজা হলো তিনি প্রায় সবগুলিই তার বাবার নামে কিনেছেন।