নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে রেল পরিষেবা, যে তা ভারতীয়দের কাছে গণপরিবহনের মেরুদন্ড হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় নাগরিকদের এই গুরুত্বপূর্ণ পরিষেবাকে আরও উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টা চালাচ্ছে রেল।
সেই সকল প্রচেষ্টার মধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে দেশের বিভিন্ন স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সাজিয়ে তোলার কাজ শুরু করা হয়েছে। ধাপে ধাপে দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে আন্তর্জাতিক মানের স্টেশনের রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই তালিকায় এবার উঠে এসেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন তা হলো পুরী (Puri Railway Station)।
বছরের বিভিন্ন সময় জগন্নাথ দেব এবং সমুদ্রের টানে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের সমাগম হয় পুরীতে। এই কথা মাথায় রেখে স্টেশনটিকে এমন ভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা দেখে মনে হবে কোথায় এসে পৌছালাম। পুরি স্টেশনের এতটাই ভোল বদল হতে চলেছে যে এখনকার সঙ্গে আগামী দিনের পুলিশ স্টেশনের আকাশ পাতাল ফারাক লক্ষ্য করা যাবে।
পুরি স্টেশনের পাশাপাশি কটক স্টেশনটিকেও একইভাবে আন্তর্জাতিক মানের করে তোলা হবে। পুরী রেলস্টেশন সাজানোর জন্য রেলের তরফ থেকে ১৬২ কোটি টাকা এবং কটক রেল স্টেশন সাজানোর জন্য ৩০৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যেভাবে এই দুটি স্টেশনকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার একটি ভিডিও প্রকাশ করেছে রেল মন্ত্রক।
Embarking on a new chapter of progress!
The foundation stone for the redevelopment of Puri Railway Station and Cuttack Railway Station has been laid.#RailInfra4Odisha #NayeBharatKaNayaStation pic.twitter.com/wTBn1WHGJV— Ministry of Railways (@RailMinIndia) May 18, 2023
স্টেশন দুটি আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য বিল্ডিং থেকে শুরু করে পার্কিং, পেছনে ঢোকা এবং বাহির হওয়া সমস্ত কিছুর পরিবর্তন করা হবে এমনটাই জানা যাচ্ছে রেল সূত্রে। এছাড়াও যাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থায় যেমন জোর দেওয়া হবে ঠিক সেই রকমই বিলাসবহুল ওয়েটিং রুম থেকে শুরু করে খাওয়া-দাওয়া সব কিছুর বন্দোবস্ত থাকবে।