Oxford of Bengal: বাংলার অক্সফোর্ড কোন জেলা! নাম শুনলে গর্বে বুক ভরে যাবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Answer some questions of General Knowledge: আপনারা চাকরির বিভিন্ন পরীক্ষা দেবার সময় সাধারণ জ্ঞান (General Knowledge) অর্থাৎ কারেন্ট আফেয়ার্সের পাশাপাশি নানারকম বোধমূলক প্রশ্ন পড়ে থাকেন। অবশ্যই তার সাথে ভাল করে জানতে হয় নিজের জেলাটাকেও (Oxford of Bengal)। আপনি যেখানে থাকেন তার আশপাশের এলাকার কী কী বিশেষত্ব রয়েছে সেটা সম্পর্কে আপনাকে খুব ভাল করে জ্ঞান রাখতে হবে। কারণ নিজের জেলা ও রাজ্য সম্পর্কে বহু প্রশ্ন হয়। আজকের এই প্রতিবেদনে রইল তেমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর।

Advertisements

নিম্নোক্ত প্রশ্ন আর উত্তর আপনার বিভিন্ন কাজে লাগবে।
১. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: প্রতিভা পাটিল। তিনি ২০০৭ সালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন।
২. ভারতের সবথেকে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি?
উত্তর: বারাণসী থেকে কন্যাকুমারী যাওয়ার রাস্তা।
৩. প্রশান্ত মহাসাগরের সুনামি সর্তকতা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: হনলুলুতে রয়েছে প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র।

Advertisements

৪. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দের অর্থ কী?
উত্তর: পলিভিনাইল ক্লোরাইড।
৫. শীতকালে ত্বক ফেটে যাওয়ার সমস্যা হয় কেন?
উত্তর: শীতকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে।
৬. সোলার সিস্টেম কে আবিষ্কার করেছেন?
উত্তর: বিজ্ঞানী কোপার্নিকাস।
৭. ভারতের সবথেকে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি?
উত্তর: বারাণসী থেকে কন্যাকুমারী যাওয়ার রাস্তা।

Advertisements

আরও পড়ুন : ৩৫ কেজির কাতলা উঠল ভাগীরথীতে, বেচবেন না! গোঁ ধরে বসে আছেন মৎস্যজীবী

৮. কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর: অখন্ড ভারতের পেশোয়ার।
৯. রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী কে?
উত্তর: রাজ্যপাল।
১০. কত খ্রিস্টাব্দে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করা হয়?
উত্তর: ১৬৩২ খ্রিস্টাব্দে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করা হয়েছিল।
১১. বাংলা ভাষায় প্রথম রামায়ণ কে রচনা করেছিলেন?
উত্তর: কবি কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন।

১২. পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব কে হয়েছিলেন?
উত্তর: মীরজাফর।
১৩. ভারতীয় সভ্যতা কত বছরের প্রাচীন?
উত্তর: ৮৫০০ বছর।
১৪. বাংলার অক্সফোর্ড (Oxford of Bengal) কোন জেলাকে বলা হয়?
উত্তর: নদীয়া। যা মহাপ্রভু চৈতন্যদেবের সময়ে নবদ্বীপ জ্ঞান ও প্রজ্ঞার ধাম হিসেবে বিবেচিত।
১৫. ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজির কত সালে হয়েছিল?
উত্তর: ১৯৭০ সালে।

Advertisements