Bana Sahayok Recruitment : শিক্ষা সহ নিয়োগ দুর্নীতিতে উত্তাল রাজ্য। নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক ঘটনা সামনে আসায় অস্বস্তিতে নবান্ন। এমন পরিস্থিতিতে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে। তাও আবার অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়। বিপুল সংখ্যক শুন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের বন দফতর করবে এই নিয়োগ। প্রায় ২০০০ শূন্য পদে নিয়োগ করা হবে। বন দফতর বন সহায়ক নিয়োগের জন্য আবেদন পত্র চেয়েছে।
আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার আগে জেনে নিন বন সহায়কদের কি কাজ। বন সহায়করা মূলত ফরেস্ট গার্ডদের মতোই কাজ করেন। বন এবং বন্যপ্রাণী রক্ষা করার জন্য তারা দায়িত্বশীল। বন এবং বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য তাদের নজরদারি চালাতে হয়। রাজ্যের বিভিন্ন বনাঞ্চল ও সেখানে থাকা বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য বহু কর্মী প্রয়োজন। কিন্তু, দীর্ঘদিন ধরেই বন দফতরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। বন সহায়ক পদের লোকজন সেই কাজে অনেকটা সাহায্য করতে পারবে বলে এই পদ তৈরি করে নিয়োগ হয়।
একদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য। তার উপর আবার সামনেই পঞ্চায়েত নির্বাচন। এমন সময় কেন হঠাৎ করে বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি? মূলত হাইকোর্টের নির্দেশে নতুন করে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বন সহায়ক পদে নিয়োগের জন্য কয়েক বছর আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। ২০২০ সালে এই পদে নিয়োগের জন্য হয়েছিল ইন্টারভিউ। কিন্তু সেই নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। তারপরে নতুন করে নিয়োগের সিদ্ধান্ত।
আবেদনের আগে জেনে নিন কাজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় ২০০০ শূন্য পদে নিয়োগ করা হবে। পদের নাম বন সহায়ক। 19 মে থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। সেইদিন থেকে সাতটি কাজের দিনের মধ্যে বন সহায়ক পদের জন্য আবেদন করতে হবে। ২০২০ সালের ১ জানুয়ারির মধ্যে ১৮ থেকে ৪০ হতে হবে। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে। বন সহায়ক নিয়োগের ফর্ম জমা দেওয়া যাচ্ছে সোমবার (২২.০৫.২০২৩) থেকেই। সময় সকাল ১০টা থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত।
বন সহায়ক পদে আবেদন করার আগে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে রাখুন
১. অনলাইন আবেদনপত্র ডাউনলোড করতে হবে। সাইটটি হল- https://www.westbengalforest.gov.in/
২. আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা করতে হবে।
৩. মুখবন্ধ একটি খামে আবেদনপত্র জমা করতে হবে।
৪. কোথাকার বাসিন্দা কাকে উদ্দেশ করে চিঠি লিখতে হবে তার জন্য বন দফতরের প্রয়োজনীয় নির্দেশিকা দেখে নিতে হবে। এবং সেই অফিসে গিয়েই আবেদনপত্র জমা দিতে হবে।